জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কাউন্সেলর পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রয়েছে মোট তিনটি শূন্যপদ। আবেদন করতে হবে অফলাইনে। প্রার্থীদের কোরক চিলড্রেন হোম ফর বয়েজ , জলপাইগুড়িতে পোস্টিং দেওয়া হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 13

নোটিশ প্রকাশের তারিখ- 05.01.2024

যে পদে নিয়োগ করা হবে

1. কাউন্সেলর / Counsellor

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Social work/ Sociology / Psychology নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 23,170 টাকা করে বেতন দেওয়া হবে।

2. প্যারামেডিক্যাল স্টাফ

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং Nursing / Pharmacy তে ডিপ্লোমা থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।

3. হাউস ফাদার

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের একটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এখানে নিজের সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, Dist.- Jalpaigudi.

আবেদনের সময়সীমা

24/01/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links) 

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সুপারিনটেনডেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 বদলে গেল মাধ্যমিক পরীক্ষার রুটিন, কবে থেকে হবে পরীক্ষা?

👉 ৪৭৩ শূন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ, ১ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কনস্টেবল পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 ৭ হাজারের বেশি শূন্যপদে পঞ্চায়েতে নিয়োগ, মিলল সরকারি অনুমোদন

Leave a Comment