Domino’s Pizza Internship Training 2024: Domino’s India তাদের MIS Analyst ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে। তাই যারা ভবিষ্যতে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ খুঁজতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।
Dominos india সম্পর্কে
Dominos india, Jubilant FoodWorks Limited-এর অংশ, যা Jubilant Bhartia Group-এর অধীনে কাজ করে। ১৯৯৫ সালে শুরু হওয়া এই সংস্থাটি ১৯৯৬ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন শ্যাম এস ভর্টিয়া এবং হরি এস ভর্টিয়া।
Domino’s Pizza ব্রান্ডের একছত্র অধিকার রয়েছে ভারত, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়। Domino’s india বর্তমানে ভারতের বৃহত্তম এবং দ্রুততম ফুড সার্ভিস সংস্থা। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এখানে সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-
- পূর্ণ সময়ের জন্য ইন অফিস ইন্টার্নশিপ করতে পারবেন,
- ২০ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে যারা আবেদন করতে পারবেন তারাই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে পারবে,
- ২ মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবেন,
- নয়ডা বা তার আশেপাশে বসবাস করতে হবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল এবং আগ্রহ থাকতে হবে,
- মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান তারাও আবেদন করতে পারবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে, তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- বিভিন্ন প্রকল্পে দৈনন্দিন কাজে সহায়তা করতে হবে,
- ডেটা বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি করতে হবে,
- টাস্ক সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের নয়ডাতে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ আবে ২ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে টেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ১০,০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাঁদের ভবিষ্যতে চাকরি আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও আপডেটঃ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ৩৫,০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৪। তাই যারা এখানে আবেদন করতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Domino’s Pizza Internship Training 2024: Apply Now