ITBP Constable Recruitment 2024: ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স বা ITBP ২০২৪ সালের জন্য কনস্টেবল ড্রাইভার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তাই এটা গোটা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | ITBP |
পদের নাম | কনস্টেবল ড্রাইভার |
মোট শূন্যপদ | ৫৪৫ টি |
বেতন | ২১,৭০০-৬৯,১০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
আবেদনের শেষ তারিখ | ০৬/১১/২০২৪ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: বিস্তারিত তথ্য
পদের নাম: এখানে যে পদে নিয়োগ হচ্ছে সেটি হল- কনস্টেবল (ড্রাইভার)।
মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদ ৫৪৫টি।
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: শিক্ষাগত যোগ্যতা
ITBP কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে। এ ছাড়া চাকরিপ্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। ০৬/ ১১/২০২৪ এই তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
ক্যাটাগরি | বয়সের ছাড় |
SC/ST | ৫ বছর |
OBC | ৩ বছর |
PWD | ১০ বছর |
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: বেতন
চাকরি-প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা (Level 3 Pay Matrix) পর্যন্ত বেতন দেওয়া হবে।
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। ধাপগুলি হল-
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- শারীরিক মান পরীক্ষা (PST)
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট ও ড্রাইভিং টেস্ট
- ডকুমেন্ট যাচাই
- মেডিকেল পরীক্ষা
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: আবেদন পদ্ধতি
এখানে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম ITBP সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “ক্যারিয়ার” অপশনে ক্লিক করতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- তারপর সঠিক ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনমতো ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ Tata Trent Internship 2024: টাটা ট্রেন্ট ইন্টার্নশিপে মাসে 7500 টাকা পাবেন, বেকার হলেই আবেদন করুন
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: আবেদন ফি
- জেনারেল, OBC ও EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন মুল্য ১০০ টাকা।
- SC, ST ক্যাটাগরির প্রার্থীদের কোনো আবেদন মুল্য লাগবে না।
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু- ৮ই অক্টোবর, ২০২৪
আবেদন শেষ- ৬ই নভেম্বর, ২০২৪
ITBP কনস্টেবল নিয়োগ ২০২৪: গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল নোটিশ- Download Now