ITBP Sub Inspector Recruitment 2024: ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্সের (ITBPF) তরফ থেকে ২০ টি শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল সহ বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। আগ্রহি চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্স (ITBPF) |
পদের নাম | সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল |
শূন্যপদ | ২০ টি |
বেতন | ২১,৭০০-১,১২,৪০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | itbpolice.nic.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
সহকারী সাব-ইন্সপেক্টর (ল্যাবরেটরি টেকনিশিয়ান) | ৭ টি |
সহকারী সাব-ইন্সপেক্টর (রেডিওগ্রাফার) | ৩ টি |
সহকারী সাব-ইন্সপেক্টর (ওটি টেকনিশিয়ান) | ১ টি |
সহকারী সাব-ইন্সপেক্টর (ফিজিওথেরাপিস্ট) | ১ টি |
হেড কনস্টেবল (সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট) | ১ টি |
কনস্টেবল (পিওন) | ১ টি |
কনস্টেবল (টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট) | ২ টি |
কনস্টেবল (ড্রেসার) | ৩ টি |
কনস্টেবল (লাইন কিপার) | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে। কনস্টেবল পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
বয়স সীমা
- সহকারী সাব-ইন্সপেক্টর (ল্যাবরেটরি টেকনিশিয়ান) ও সহকারী সাব-ইন্সপেক্টর (রেডিওগ্রাফার) পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ২০ বছর থেকে ২৮ বছর।
- বাকি পদগুলির জন্য আবেদন করতে হলে বয়স লাগবে ১৮ বছর থেকে ২৫ বছর।
এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST– ৫ বছর
- OBC– ৩ বছর
- PwBD– ১০ বছর
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- সহকারী সাব-ইন্সপেক্টর পদ – লেভেল ৫, মাসিক বেতন: ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা
- হেড কনস্টেবল পদ – লেভেল ৪, মাসিক বেতন: ২৫,৫০০ – ৮১,১০০/- টাকা
- কনস্টেবল পদ – লেভেল ৩, মাসিক বেতন: ২১,৭০০ – ৬৯,১০০/- টাকা
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
এখানে সাধারণ/ OBC/ EWS প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং মহিলাদের জন্য কোন রকম আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৮ অক্টোবর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৬ নভেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Click Here
অফিসিয়াল নোটিশ- Download Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here