Policybazaar Internship 2024: ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ইন্সুরেন্স কোম্পানি Policybazaar চলতি অর্থবর্ষে মানবসম্পদ বা Human Resource (HR) ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করেছে। এখানে তারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করবে প্রতিটি প্রার্থীকে।
তাই যারা মানবসম্পদ বা Human Resource (HR) বিভাগে অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য ইন্টার্নশিপ ট্রেনিংটি দারুন সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলি।
Policybazaar সম্পর্কে
Policybazaar ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ইন্সুরেন্স কোম্পানি, যেটা ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রাহকদের জীবন ইন্সুরেন্স বিভিন্ন পলিসির মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করার সুযোগ দিয়ে Policybazaar প্রতিনিয়ত লক্ষ লক্ষ ভারতীয়কে ইন্সুরেন্স পলিসি বেছে নিতে সাহায্য করেছে। এই সংস্থাটি আজ পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি গ্রাহকের ভরসা দিয়েছে।
Policybazaar-এর অংশীদার সংস্থা PBPartners হল একটি দ্রুত বিকাশমান ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম। এই প্লাটফর্ম ইন্সুরেন্স পণ্যের জন্য সেরা পরিষেবা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। এছাড়া Policybazaar-এর আরও একটি উদ্যোগ PaisaBazaar, যেটি ক্রেডিট কার্ড, ঋণ এবং অন্যান্য আর্থিক পণ্যের জন্য ভারতের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম।
ইন্টার্নশিপে অংশগ্রহণের যোগ্যতা
এই ইন্টার্নশিপটি নিতে হলে প্রার্থীদেরকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- প্রার্থীকে সম্পূর্ণ সময়ের (Full Time) জন্য অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে।
- ইন্টার্নশিপটি শুরু হবে ১০ই অক্টোবর, ২০২৪ থেকে ১৪ নভেম্বর, ২০২৪ এর মধ্যে।
- প্রাসঙ্গিক দক্ষতা এবং Human Resource (HR)-এর প্রতি আগ্রহ থাকা আবশ্যক।
- ৬ মাস প্রার্থীদেরকে নিরবচ্ছিন্নভাবে সময় দিতে হবে
ট্রেনিং-এর স্থান
যারা যারা এই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংটি গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের মুম্বাইতে।
ট্রেনিং-এর সময়কাল
এই ট্রেনিংটি ৬ মাসের জন্য হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে প্রার্থীদের স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এই ইন্টার্নশিপ ট্রেনিং চলাকালীন প্রত্যেক প্রার্থীকে প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে। ইন্টার্নশিপ শেষে ইন্টার্নদের শংসাপত্র এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
ইন্টার্নশিপে কি কি কাজ করতে হবে?
নির্বাচিত ইন্টার্নদের কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- কর্মচারীদের রেকর্ড সংরক্ষণ- কর্মচারীদের সমস্ত ডকুমেন্ট ও রেকর্ড সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং HR নীতি মেনে চলতে হবে।
- প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন- কর্মচারীদের জন্য প্রশিক্ষণ সেশন এবং ওয়ার্কশপগুলির পরিকল্পনা করতে হবে।
- HR প্রকল্প ও কর্মসূচিতে অংশগ্রহণ- কর্মচারীদের সাথে সম্পর্ক উন্নয়ন ও তাদের ধরে রাখার জন্য HR টিমের বিভিন্ন প্রকল্পের সহায়তা করতে হবে।
- প্রশাসনিক সহযোগিতা- প্রয়োজন অনুসারে HR বিভাগের জন্য সাধারণ প্রশাসনিক কাজকর্মে সহায়তা করতে হবে।
কেন Policybazaar-এর এই ইন্টার্নশিপ ট্রেনিং করবেন?
Policybazaar-এর এই ইন্টার্নশিপ ট্রেনিং করলে আপনার যে সুবিধাগুলি হবে, সেগুলি হল-
- ব্যবহারিক অভিজ্ঞতা- এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মাধ্যমে মানবসম্পদ বা Human Resource (HR) বিভাগে বিভিন্ন প্রক্রিয়া এবং নীতিমালা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন।
- প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি- বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
- নেটওয়ার্কিং এর সুযোগ- ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাদারদের সাথে কাজ করার মাধ্যমে পেশাদার নেটওয়ার্ক তৈরি করার সুযোগ থাকবে।
- সুপরিশপত্র এবং শংসাপত্র- প্রার্থীদেরকে শংসাপত্র এবং সুপারিশপত্র দেওয়া হবে, যা তাঁদের ভবিষ্যতে পেশাগত জীবনে কাজে আসবে।
আরও আপডেট: RRB গ্রুপ-ডি বেতন কাঠামো ২০২৪: মাসে ইন-হ্যান্ড কত টাকা বেতন পাবেন? জানুন বিস্তারিত তথ্য
আবেদন পদ্ধতি
Policybazaar-এর এই ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
Policybazaar-এর এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ১০ই নভেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Policybazaar Internship 2024: Apply Now