SBI Clerk Recruitment 2025: যে সমস্ত চাকরিপ্রার্থীদের দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা, তাদের জন্য ভারতীয় স্টেট ব্যাংক দারুন সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে ১৩,৭৩৫ টি শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট ও সেলস) পদে নিয়োগ হচ্ছে। যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করে নিতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ভারতীয় স্টেট ব্যাংক (SBI) |
পদের নাম | জুনিয়র অ্যাসোসিয়েট |
শূন্যপদ | ১৩,৭৩৫ টি |
মাসিক বেতন | ৪৬,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭/০১/২০২৫ |
অফিশিয়াল পোর্টাল | sbi.co.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট ও সেলস)
মোট শূন্যপদ- ১৩,৭৩৫ টি। তবে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি বিস্তারিত দেওয়া রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে ফাইনাল ইয়ারের প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ডিগ্রী পাশের প্রমাণপত্র সাবমিট করতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৮ বছর পর্যন্ত। বয়স হিসাব করতে হবে ১ এপ্রিল, ২০২৪ তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছর
- OBC- ৩ বছর
- PwBD- ১০-১৫ বছর
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে শুরুতেই ২৬,৭৩০/- টাকা বেতন দেওয়া হবে। তবে গ্র্যাজুয়েটদের জন্য অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট দেওয়া হবে। মেট্রো শহরের জন্য মোট মাসিক বেতন প্রায় ৪৬,০০০/- টাকা পর্যন্ত হবে। এছাড়া পেনশন, মেডিকেল, লিভ ফেয়ার, PF এবং অন্যান্য সুবিধাও মিলবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। মেইন পরীক্ষায় পাশ করলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিচে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষার সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা রয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস
বিষয়- প্রিলিমিনারি পরীক্ষাতে ইংরেজি, সংখ্যাযুক্তি এবং রিজনিং থেকে প্রশ্ন থাকবে।
মোট প্রশ্ন- ১০০ টি
সময়- মোট ১ ঘন্টা সময় থাকবে।
নেগেটিভ মার্কিং- প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে।
মেইন পরীক্ষার সিলেবাস
বিষয়- মেইন পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে।
মোট প্রশ্ন- ১৯০ টি
সময়- এখানে মোট ২ ঘন্টা ৪০ মিনিট সময় থাকবে।
নেগেটিভ মার্কিং- প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী চাকরিপ্রার্থীদের সরাসরি স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে নতুন আবেদনকারীদের জন্য। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
- GEN/OBC/EWS প্রার্থীদের জন্য- ৭৫০/- টাকা
- SC/ST/PwBD প্রার্থীদের জন্য- কোনও ফি নেই
আরও আপডেটঃ পাওয়ার গ্রিডে ট্রেইনি নিয়োগ, মাসিক বেতন ৫০,০০০/- টাকা, আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৭ ডিসেম্বর, ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৭ জানুয়ারি, ২০২৫ |
প্রিলিমিনারি পরীক্ষা | ফেব্রুয়ারি, ২০২৫ (সম্ভাব্য) |
মেইন পরীক্ষা | মার্চ/এপ্রিল, ২০২৫ (সম্ভাব্য) |
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here