ফুড SI পরীক্ষার আগেই বিশেষ ঘোষনা কমিশনের, পরীক্ষা দেওয়ার আগেই জেনে নিন

Special Announcement Commission Before Food SI Exam, Know Before Exam
WhatsApp Group Join Now

ইতিমধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়েস সার্ভিসেসের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড। গত 2 মার্চ থেকে ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড। 

আগামী 16 ও 17 মার্চ (শনিবার ও রবিবার) এই দুই দিনে পরীক্ষাটি নেওয়া হবে। প্রতিদিন তিনটি সেশন থাকছে। পরীক্ষার সময় থাকছে সকাল সাড়ে নটা থেকে এগারোটা, দুপুর সাড়ে বারোটা থেকে দুটো এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা।

কমিশনের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, প্রার্থীদের জন্য নির্দিষ্ট তারিখ, সময় ও ভ্যেনু ব্যতীত অন্য কোনও তারিখ, সময় ও ভ্যেনুতে কোনওভাবেই পরীক্ষায় বসা যাবে না।

এছাড়াও ওই নোটিশে পরীক্ষার্থী দের উদ্দেশ্যে কিছু নির্দেশ দেওয়া আছে। যেগুলি নিম্ন রূপ :

1) পরীক্ষা শুরুর 10 মিনিট আগে থেকেই আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

2) পরীক্ষা শুরু হওয়ার পর কোনও প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

3) পরীক্ষা শেষে প্রার্থীরা প্রশ্নপত্র সাথে করে নিয়ে বাড়ি যেতে পারবেন না।

4) পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা ওয়াশরুম ব্যবহার করতে পারবে না। একমাত্র ব্যতিক্রম, জরুরিকালীন অবস্থা তৈরি হলে।

5) পরীক্ষার জন্য প্রয়োজনীয়, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনওরকম অন্য সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা যাবে না।

6) পরীক্ষার্থীরা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগস্থাপনকারী যে কোনওরকম গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভবিষ্যতের যে কোনও পরীক্ষা বাতিল হতে পারে।

7) মোবাইল ফোন সহ অন্য নিষিদ্ধ ও মূল্যবান বস্তু পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা নিয়ে যাবেন না। কারণ, পরীক্ষার্থীদের কোনও বস্তু হারিয়ে গেলে কমিশন কোনওভাবে দায়ি থাকবে না বলে জানানো হয়েছে।

উপরের বিষয়গুলো ছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট psc.wb.gov.in-এ গিয়ে ভিজিট করুন এবং সকল প্রকার প্রয়োজনীয় তথ্য জেনে নিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

WhatsApp Group Join Now

👉 রাজ্যে বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ, ২৭ মার্চ অবধি আবেদন চলবে

👉 রাজ্যের স্কুলে গ্রুপ-সি পদে নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরি

👉 রাজ্যের মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 ভোটের আগেই রাজ্যে প্রধান শিক্ষক‌ ও শিক্ষিকা নিয়োগ, জানুন বিস্তারিত আপডেট

👉 ৬৬৫২ শূন্যপদে গ্রাম পঞ্চায়েত নিয়োগের শুরু হলো রেজিস্ট্রেশন

Previous articleরাজ্যে বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ, ২৭ মার্চ অবধি আবেদন চলবে
Next articleপঞ্চায়েতে পিওন পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু, নূন্যতম এইট পাশে চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here