রাজ্যের মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে ডাক্তার নিয়োগ করা হবে। এখানে নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ দিন হল 21 মার্চ, 2024 তারিখ। নিয়োগ সম্পর্কে আরও বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 206/Estt./SMC

নোটিশ প্রকাশ- 07/03/2024

যে পদে নিয়োগ করা হবে

1. PTMO (NUHM)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS ডিগ্রি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 67 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

2. RMO

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS ডিগ্রি সহ নূন্যতম 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে Gynecology & Obstetrics ডিপার্টমেন্টে অথবা Gynecology & Obstetrics তে PG করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 67 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 70000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

6 মাসের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য প্রার্থীদের সিভি, প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে ফর্মটি সাবমিট করতে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা

To,
The Commissioner,
Siliguri Municipal Corporation,
Baghajatin Road, Siliguri, Pin-734001

আবেদনের সময়সীমা

আগামী 21 মার্চ, 2024 তারিখের বিকেল 4.30 অবধি, এখানে আবেদন সম্পন্ন করার শেষ দিন।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি, ১১ হাজার টাকা মাসিক বেতন

👉 রাজ্যের পৌরসভায় গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, ৬ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 উচ্চ মাধ্যমিকে চালু হল সেমিস্টার সিস্টেম, পরীক্ষা হবে এই নিয়মে

👉 Primary TET Result 2024: প্রাইমারি টেটের ফল প্রকাশ কবে? কী জানালো পর্যদ?

👉 ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, ২২ মার্চ পর্যন্ত আবেদন চলবে

Leave a Comment