রাজ্যে ব্লক লেভেল সুপারভাইজার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

State Block Level Supervisor Recruitment 2024
WhatsApp Group Join Now

রাজ্যের পূর্ব বর্ধমান জেলা পরিষদের ব্লক ডেভেলপমেন্ট অফিসে ব্লক লেভেল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী পোষণের প্রকল্পের জন্য নিয়োগটি হবে।

এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে।কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। এখানে আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাদি এই প্রতিবেদনে জানানো হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 267

নোটিশ প্রকাশের তারিখ- 15.02.2024

যে পদে নিয়োগ হবে

ব্লক লেভেল সুপারভাইজার

মোট শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের
(1) অন্তত গ্রুপ সি লেভেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
(2) কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে।
মাইক্রোসফট অ্যাপ্লিকেশন গুলির বিষয়ে ধারণা থাকতে হবে।
(3) ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে।

বয়সসীমা

65 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম

WhatsApp Group Join Now

মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

মোট 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

আবেদনকারী প্রার্থীকে পোস্টিং দেওয়া হবে :
গলসি ব্লক ডেভেলপমেন্ট অফিসে।
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পাতাতে আবেদনপত্র ফর্মটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। সাথে নিতে হবে নিজের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র।

ইন্টারভিউয়ের স্থান

Chamber of Block Development Officer, Galsi 1

ইন্টারভিউয়ের সময়

ইন্টারভিউয়ের 27.02.2024 তারিখের সকাল 11 টায় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা

👉 স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ, ১৩ মার্চ পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে DVC তে কর্মী নিয়োগ, ৩৫ হাজার টাকা মাসিক বেতন

👉 WBPSC Fire Operator Recruitment: ১০০০ শূন্যপদে ফায়ার অপারেটর নিয়োগ, WBPSC এর উপর থাকবে দায়িত্ব

Previous articleরাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা
Next articleকেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কতটা DA বাড়তে চলেছে? জানুন বিস্তারিত আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here