যে সকল চাকরি প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ও গ্রুপ-ডি পদে কাজ করতে ইচ্ছুক তাদের সুখবর। রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল যোগ্য প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ও গ্রুপ-ডি পদে জন্য মোট শূন্যপদ কত, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, ইন্টারভিউয়ের তারিখ কবে এই সম্পর্কে নিচে আর্টিকেল আকারে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং: 531/G
নোটিশ প্রকাশের তারিখ: ০৮/০৭/২০২৪
যে পদে নিয়োগ করা হবে
১) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার
মোট শূন্যপদ- অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার পদে মোট ৫ টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে চাকরি, ২২ জুলাই অবধি আবেদন চলবে
শিক্ষাগত যোগ্যতা- ০১/০১/২০২৪ তারিখের আগে অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকারা অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- G.O No. 47-JS {PM&Pl)SED/Secy./2013 ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বিষয় সমূহ- বাংলা, ইংরেজি, ইতিহাস, প্রাকৃতিক বিজ্ঞান,জীবন বিজ্ঞান এসব বিষয়ে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান- Office of the S.D.O., Rampurhat, Birbhum
ইন্টারভিউয়ের তারিখ- 30/07/2024
ইন্টারভিউয়ের সময়- সকাল ৯:০০ AM
২) পদের নাম- গ্রুপ-ডি
মোট শূন্যপদ- গ্রুপ-ডি পদের জন্য মোট ২ টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ! প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন পাবে
শিক্ষাগত যোগ্যতা- ০১/০১/২০২৪ তারিখের আগে যে কোন বিদ্যালয় থেকে গ্রুপ-ডি বিভাগ থেকে অবসর কর্মীরা গ্রুপ- ডি পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- G.O No. 47-JS(PM&Pl)SED/Secy./2013 ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান- Office of the S.D.O., Rampurhat, Birbhum
ইন্টারভিউয়ের তারিখ- 30/07/2024
ইন্টারভিউয়ের সময়- দুপুর ০২:০০ PM
নিয়োগ পদ্ধতি
অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ও গ্রুপ-ডি পদে ক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদেরকে নিয়োগ করা হবে।
আরো আপডেট: গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরি
আবেদন পদ্ধতি
- অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ও গ্রুপ-ডি পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে না।
- নিচে দেওয়া ফর্মটি প্রিন্ট আউট করে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- ফিলাপ করা হয়ে গেলে ফিলাপ করা ফর্মটি, বায়োডাটা ও নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ দিন সঠিক সময়ে উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউয়ের তারিখ: 30/07/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here