DA নিয়ে মামলার রায় দিল আদালত, সরকারি কর্মীদের স্বস্তি মিলল

The court decided the case against DA, the government workers got relief
WhatsApp Group Join Now

ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে দীর্ঘদিন থেকেই আন্দোলন রত ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এবার এই আন্দোলনে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালো হাইকোর্টহাইকোর্টের তরফে সরকারি কর্মচারীদের সেই আন্দোলনের স্বপক্ষে এমন এক রায় দেওয়া হয়েছে, যে রায়ের ফলে ভাগ্য পরিবর্তনের সম্ভবনা তৈরি হয়েছে সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর দাবীর একটি মামলা চলছিল বোম্বে হাইকোর্টে। মামলার শেষে বোম্বে হাইকোর্ট সরকারি কর্মচারীদের সেই পক্ষেই রায় দিয়ে জানিয়ে দেয় যে, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ এই দীর্ঘ 6 বছরের- সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-এর পরিমাণ মেটাতে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের বাকি যে সুযোগ সুবিধা গুলো দেওয়া হয়ে থাকে, সেগুলিও কর্মীদের অবশ্যই দিতে হবে।

গোয়ার সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর দাবী করা হয়েছিল গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (GIDC) নামক এক সরকারি সংস্থার বিরুদ্ধে। তবে শুনানি হিসেবে বোম্বে হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন আন্দোলনকারীরা। তবে গোয়াতে সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তির এই ঘটনার প্রভাব এসে পড়েছে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের মধ্যেও।

নতুন করে আবারও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। বোম্বে হাইকোর্টের ওই ঐতিহাসিক রায়ের পর পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের বক্তব্য যে, বোম্বে হাইকোর্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে যে রায় দিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই রায়কে অনুকরণ করে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিক।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 LIC তে DPO পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 উচ্চ মাধ্যমিকে আর হবে না টেস্ট পরীক্ষা, তার সাথে আরও একটি নিয়মে বদল

👉 উৎকর্ষ বাংলায় DPM ও DEO পদে চাকরি! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 AIIMS এ ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleLIC তে DPO পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
Next articleNCB তে SCD পদে নিয়োগের বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here