পাঞ্জাবের AIIMS বাথিন্দায়, একটি প্রোজেক্টের জন্য বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। নিয়োগ সম্পর্কে আরও বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- AIIMS/BTI/RC/Project/1361
নোটিশ প্রকাশ- 23/03/2024
যে পদে নিয়োগ করা হবে
1. প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 61040 টাকা বেতন দেওয়া হবে।
2. প্রোজেক্ট নার্স
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নার্সিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি সহ নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 30520 টাকা বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি
3. প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 30520 টাকা বেতন দেওয়া হবে।
4. ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 29,200 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
12 মাসের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 7 নং পাতাতে আবেদনপত্র ফর্মটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। সাথে নিতে হবে নিজের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র।
ইন্টারভিউয়ের স্থান
College Council Hall, Admin Block, Medical
College, AIIMS Bathinda
ইন্টারভিউয়ের তারিখ
1 এপ্রিল, 2024 সালের সকাল 9 টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পদে চাকরি, ৩৮ হাজার ৫১৩ টাকা মাসিক বেতন
👉 উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, ২ এপ্রিল অবধি আবেদন চলবে
👉 ফুড SI এর কাজ কী? মাসিক বেতন? চাকরির প্রোমোশন সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?
👉 ইন্ডিয়ান ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ১ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে