ফুড SI এর কাজ কী? মাসিক বেতন? চাকরির প্রোমোশন সম্পর্কে বিস্তারিত জানুন

What is the function of Food SI? Monthly salary? Know details about job promotion
WhatsApp Group Join Now

বহু দিন পরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন করে ফুড SI পদে নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ফল প্রকাশের আশায় দিন গুনছেন পরীক্ষার্থীরা। চলুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, ঠিক কী কাজ করতে হয় ফুড SI দের এবং আরও বিস্তারিত নানান তথ্য।

যোগ্যতা

কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই ফুড এস.আই পদের চাকরির জন্য আবেদন করা যায়। 

পোস্টিং

মূলত তিন ধরনের পোস্টিং এখানে দেওয়া হয়ে থাকে।

প্রথমত, হেডকোয়ার্টার পোস্টিং: এই পোস্টিং পেলে, ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে নিয়োগটি দেওয়া হয়।

দ্বিতীয়ত, ডেপুটেশন পোস্টিং: এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ডিপার্টমেন্ট থেকে তিনটি জেলার মধ্যে যেকোনো একটি জেলা বেছে নিতে বলা হয়, তারপর সেই জেলার নির্দিষ্ট কোন BDO অফিসে Vacancy থাকলে ফুড এস.আই হিসেবে পোস্টিং পাওয়া ব্যক্তিকে পাঠানো হয়। 

তৃতীয়ত, হোম ডিস্ট্রিক্ট পোস্টিং: এটি একেবারে শেষের দিকে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে 10 থেকে 15 বছর চাকরি করার পর প্রার্থী, তার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং চাইতে পারে।

ডিউটির ধরণ

নির্বাচিত প্রার্থীদের মূলত দুই রকম ডিউটি দেওয়া হয়ে থাকে। এর মধ্যে রয়েছে :

1) অফিস ডিউটি- অন্যান্য সরকারি অফিসের মত এখানেও সকাল 10.00 টা থেকে বিকেল 5.00 টা পর্যন্ত কাজ করতে হয়। সাধারণত, কম্পিউটারে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় পাঠানো ইত্যাদি কাজ করতে হয় এখানে।

2) ফিল্ড ডিউটি- বেশিরভাগ ফুড এসআই হিসেবে নির্বাচিত প্রার্থী দেরকে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয়। এখানে কোনো বাঁধা সময়সীমা নেই। কাজের প্রয়োজন অনুসারে কাজের সময় নির্ধারণ করা হয় এখানে।

বেতন

এই পদের বেসিক বেতন 22 হাজার 700 টাকা। রাজ্য সরকারের পে স্কেল 6 হিসেবে 22,700 টাকা থেকে 58,775 টাকা বেতন বাবদ দেওয়া হয়।

WhatsApp Group Join Now

চাকরির প্রোমোশন

কোনো চাকরিতে প্রোমোশনের বিষয়ে বলা না হলে, সেই চাকরির প্রোফাইল সম্পূর্ণ ভাবে জানা হয়না। তাই, আর্টিকেলের শেষে জেনে নিন, ফুড এসআই হিসেবে কোনো পদে কত বছর পর প্রোমোশন পাওয়া সম্ভব।

(1) ফুড সাব ইন্সপেক্টর পদটি থেকে ফুড ইন্সপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়। একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রোমোশনটি হয়ে থাকে।

(2) ফুড ইন্সপেক্টর হিসেবে 8 বছর চাকরি করার অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়। 

(3) চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে  10 থেকে 12 বছর চাকরি করার পর প্রোমোশন পেয়ে সাব ডিভিশনাল কন্ট্রোলার হতে পারেন প্রার্থীরা।

(4) সব শেষে, আরও 10-12 বছর পর সুযোগ মেলে  ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রোমোশন পাওয়ার।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?

👉 ইন্ডিয়ান ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ১ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যে ২৭ টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

👉 রাজ্যের বিভিন্ন ভোকেশনাল স্কুলে শিক্ষক নিয়োগ, ৫০০ টির বেশি শূন্যপদ

👉 Stenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?

Previous article১১৭৮ শূন্যপদে রাজ্যের পুলিশে ASI পদে নিয়োগ! যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleউচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, ২ এপ্রিল অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here