১১৭৮ শূন্যপদে রাজ্যের পুলিশে ASI পদে নিয়োগ! যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

1178 vacancies state police ASI post recruitment 2024
WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ASI/LASI পদে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 15/04/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. ASI/LASI (UB)

শূন্যপদ- 1150 টি শূন্যপদ রয়েছে।

2. ASI (AB)

শূন্যপদ- 28 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, নূন্যতম 5 বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ এবং রিপোর্ট রাইটিং থাকবে 10 নম্বর করে, ল অ্যান্ড প্রসিডিওরে থাকবে 60 নম্বর, রিপোর্ট রাইটিং অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেসে থাকবে 20 নম্বর। এর সাথে, ড্রিল এ 20 এবং ওয়েপনরিতে 10 নম্বর থাকবে। পরীক্ষার ক্ষেত্রে পাশ নম্বর রাখা হয়েছে 40।

পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে। এটি জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in অথবা http://wbcorrectionalservices.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে ফর্মটি সাবমিট করতে হবে।

WhatsApp Group Join Now

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: 16.03.2024 (00:01 hrs.)

আবেদন শেষ: 15.04.2024 (23:59 hrs.)

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?

👉 ইন্ডিয়ান ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ১ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যে ২৭ টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

👉 রাজ্যের বিভিন্ন ভোকেশনাল স্কুলে শিক্ষক নিয়োগ, ৫০০ টির বেশি শূন্যপদ

👉 Stenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?

Previous articleফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?
Next articleফুড SI এর কাজ কী? মাসিক বেতন? চাকরির প্রোমোশন সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here