মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল সরকার। রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র গুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।
এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তাঁরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
অঙ্গনওয়াড়ি সহায়িকা
শূন্যপদ
বিভিন্ন ব্লক অনুযায়ী বিভিন্ন শূন্যপদ রয়েছে দুটি জেলাতেই। নির্দিষ্ট ব্লকের শূন্যপদ জানার জন্য নীচের লিঙ্কটি দেখুন।
এখানে যেসব ব্লকে কর্মী নিয়োগ চলছে, সেগুলি হল :
Titagarh, Panihati, Barrackpore, Khardah, Barrackpore II, kamarhati, Barasat, Bagdah, Naihati, SANDESHKHALI-1, HINGALGANJ, NORTH DUM DUM, Ashokenagar-Kalyangarh, Garulia, Kanchrapara, Basirhat।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রী থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে, শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
01/01/2024 তারিখের হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষেই আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।
এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার ঠিকানা দেখে আবেদন পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
উত্তর 24 পরগনা জেলাতে 02/04/2024 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?
👉 ইন্ডিয়ান ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ১ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
👉 রাজ্যে ২৭ টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি
👉 রাজ্যের বিভিন্ন ভোকেশনাল স্কুলে শিক্ষক নিয়োগ, ৫০০ টির বেশি শূন্যপদ
👉 Stenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?