Business Idea: ভারতে বাড়ছে এই ব্যবসার চাহিদা, একবার বিনিয়োগ তারপর মাসে ২ লাখ টাকা ইনকাম

The demand for this business is increasing in India, once investment then income of 2 lakh rupees per month

আপনি যদি একবার পুঁজি লাগিয়ে কোনো বড়ো ব্যবসা শুরু করে বছরভর কামাতে চান, তাহলে আজকের এই ব্যবসা করার কথা আপনি ভাবতে পারেন। এখন বাজারে তূলনামূলক অনেকটাই সস্তা দামে বহু গাড়ি চলে আসার ফলে বহু মানুষই গাড়ি কিনছেন। ফলত রাস্তায় সংখ্যা বেড়ে চলেছে। গাড়ির সংখ্যা বাড়ার সাথে সাথেই বাড়ছে গাড়ির পার্টসের প্রয়োজন।

কিছুদিন চালানোর পরেই গাড়ির রিপেয়ারিং এর প্রয়োজন হয় এবং এই রিপেয়ার করার জন্য গাড়ির পার্টস এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি যদি গাড়ির পার্টসের ব্যবসা করেন, তাহলে ভালো লাভবান হতে পারবেন। এই ব্যবসাটি একটি ‘কম পুঁজিতে লাভজনক ব্যবসা’-এর আদর্শ উদাহরণও। এই ব্যবসা শুরু করতে পারলে মাসে ২ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করার সুযোগ থাকবে। 

এই ব্যবসা শুরু করার জন্য কয়েকটি জিনিসের দিকে খেয়াল রাখতে হবে।

1. ভালো জায়গা

যে কোন প্রকার ব্যবসা শুরু করার আগেই কোথায় দোকান দেবেন, তার জন্য একটি ভালো স্থান বাছাই করতে হবে। এক্ষেত্রে আপনি গাড়ির পার্টসের ব্যবসা করতে চলেছেন,তাই আপনাকে একটি জমজমাট এবং সঠিক জায়গা খুঁজতে হবে। জায়গাটি এমন জায়গায় হতে হবে যেখান দিয়ে গাড়ি যাতায়াত করে এবং লোকজন চলাচল করে। এমন জায়গায় দোকান করলে তবেই আপনি সহজে গ্রাহকদের আকর্ষণ করতে পারবেন।

এর জন্য যেসব জায়গায় আপনি দোকান দিতে পারেন, তা হল- কোনো বড় শপিং মল কিংবা ফাইভ স্টার হোটেলের কাছাকাছি কোনো জায়গা। বড় কোন বাজারের সামনে জায়গা। কোন ফ্যাক্টরির কাছাকাছি কোনো জায়গা।

2. পার্টস খুঁজে বের করা

একটি গাড়ি তৈরি করতে বডি পার্ট, চাকা, গিয়ার, কুলিং সিস্টেম ইত্যাদি বিভিন্ন পার্টসের প্রয়োজন হয়। তাই এই ব্যবসা শুরুর আগে প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে গাড়ির কোন পার্টস গুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। আইডিয়া হয়ে যাবার পরে সেই পার্টসগুলি বিক্রি করার চেষ্টা করতে হবে।

গাড়ির যেসব পার্টস বেশি বিক্রি হয় সেগুলো হল: 

  • গাড়ির চাকা
  • কুলিং সিস্টেম
  • সাইড মিরর
  • ইঞ্জিন
  • ফ্রন্ট মিরর
  • ট্যাংক

3. মডেল সম্পর্কে ধারণা

এখন প্রতিনিয়ত নিত্যনতুন গাড়ির মডেল বাজারে বের হচ্ছে। তাই এই ব্যবসা করতে গেলে আপনাকে বাজারে লঞ্চ হওয়া নতুন গাড়ির মডেল সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিভিন্ন গাড়ির পার্টস বিভিন্ন আকার, আকৃতির হয়ে থাকে। আপনার যদি নতুন গাড়ির পার্টস সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি সহজেই গ্রাহকদের আকৃষ্ট এবং সন্তুষ্ট করতে পারবেন। এর ফলে আপনার ব্যবসায় লাভ হবে। তাই, বাজারে আসা নতুন নতুন গাড়ির মডেল এবং বিভিন্ন পার্টস সম্পর্কে ধারণা রাখাও কিন্তু ব্যবসা চালানোর জন্য খুব দরকারী।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now