WBP Wireless Operator Recruitment 2021: নতুন করে 1251 টি শুন্যপদে নিয়োগ।

WBP Wireless Operator Recruitment 2021: পশ্চিমবঙ্গ পুলিশের Wireless Operator নামক পোষ্টে নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। নিয়োগ করা হবে West Bengal Police  এর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে। রাজ্যের ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে।

গত 13 ফেব্রূয়ারি এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল। সেই সময় এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গিয়েছিল না।

19 ফেব্রূয়ারি তারিখে West Bengal Police  এর টেলিকমিউনিকেশন এ নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। WBP Wireless Operator Recruitment-এ ঠিক কোন পোষ্টে নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করতে হবে- আজ আপনারা এই সমস্ত বিষয় গুলি জানতে পারবেন।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

গুরুত্বপূর্ণ তারিখ গুলিঃ 

আবেদন শুরুঃ  22.02.2021 তারিখ থেকে আবেদন করা যাবে।

আবেদন শেষঃ  20.03.2021. বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যমঃ  সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  

আবেদন ফিঃ 

পশ্চিমবঙ্গের SC এবং ST শ্রেনির আবেদনকারী ছাড়া সকলের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 250 টাকা। পশ্চিমবঙ্গের SC এবং ST শ্রেনির আবেদনকারীদের জন্য আবেদন ফি লাগবে 25 টাকা।    

পোষ্টের নামঃ 

Wireless Operator (ওয়্যারলেস অপারেটর)  পোষ্টে নিয়োগ করা হবে। WBP Wireless Operator Recruitment 2021

শুন্যপদঃ

মোট 1251 টি শুন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে 1126 টি শুন্যপদ এবং মহিলাদের জন্য রয়েছে রয়েছে 125 টি শুন্যপদ।

বেতনঃ 

সরকারী নিয়মের পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। (নোটিশে এমনটাই লেখা আছে)

শিক্ষাগত যোগ্যতাঃ  

আবেদনকারীকে West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বা এর সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে। তবে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের গণিত এবং ফিজিক্স বিষয় থাকা আবশ্যিক।

বয়সসীমাঃ 

18-27 বছর বয়সী ব্যাক্তিরা এই পোষ্টের জন্য আবেদন করতে পারবে। SC, ST এবং OBC শ্রেনির আবেদনকারীদের বয়সের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। বয়সের হিসেব করা হবে 01.01.2021 তারিখ অনুসারে।

আবেদন করার পদ্ধতিঃ 

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হলে ঐ ওয়েবসাইটে একটি আবেদন করার লিংক দেওয়া হবে। সেখানে ক্লিক করে আবেদনকারীকে তার যাবতীয় তথ্য দিয়ে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ 

মোট পাঁচটি ধাপে Wireless Operator নিয়োগ করা হবে।

১. Preliminary Examination (100 নম্বর)

২. PHYSICAL MEASUREMENT TEST (PMT)

৩. PHYSICAL EFFICIENCY TEST (PET)

৪. FINAL COMPETITIVE EXAMINATION (মেন পরীক্ষা) (85 নম্বর)

৫. PERSONALITY TEST (15 নম্বর)

গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ

অফিসিয়াল নোটিশ-Click here

চাকরি ও কাজের আপডেট-Click here

আমাদের ফেসবুক গ্রূপে যুক্ত হোন-Click here

WBP Wireless Operator Recruitment 2021

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।   

Previous article50,000 শুন্যপদে নিয়োগের ঘোষনাঃ রাজ্যের বাজেট PDF ডাউনলোড।
Next articleWBNVF Recruitment 2021: মোট 652 টি শুন্যপদে নিয়োগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here