WBNVF Recruitment 2021: মোট 652 টি শুন্যপদে নিয়োগ।

WhatsApp Group Join Now

WBNVF Recruitment Notice 2021: 

পশ্চিমবঙ্গ পুলিশের সিভিল ডিফেন্সে ‘WBNVF অগ্রগামী’ পোষ্টে নিয়োগের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে গত 20 ফেব্রুয়ারি তারিখে। যদিও কয়েকদিন আগে এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল। আজ এই নিয়োগের সম্পূর্ণ নোটিশ সম্পর্কে আলোচনা করা হবে।

‘WBNVF অগ্রগামী’ পোষ্টের জন্য ঠিক কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে হবে, বেতন কত, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে- আপনারা জানতে পারবেন।

আবেদন শুরুঃ  22.02.2021 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে।

আবেদন শেষঃ  22.03.2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

পোষ্টের নামঃ  WBNVF AGRAGAMI (অগ্রগামী)

আবেদন ফিঃ 

১. পশ্চিমবঙ্গের SC, ST শ্রেণি বাদে সকল আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 220 টাকা।

২. পশ্চিমবঙ্গের SC, ST শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 20 টাকা।

বেতনঃ 

পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে 18,800-48,700 টাকা বেতন দেওয়া হবে।

শুন্যপদঃ 

মোট 650 টি শুন্যপদ রয়েছে। (UR-325, UR-Ex Service-26, SC-140, SC- Ex Service-07, ST-40, OBCA-67, OBCB-47)

WhatsApp Group Join Now

বয়সসীমাঃ  

১. সাধারণ শ্রেনির আবেদনকারীর বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে।

২. SC, ST শ্রেনির আবেদনকারীদের বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।

৩. OBC শ্রেনির আবেদনকারীদের বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে। সমস্ত শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের হিসেব করা হবে 01.01.2021 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতাঃ  

‘WBNVF অগ্রগামী’ পোষ্টে আবেদন করার জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে, শুধুমাত্র West Bengal National Volunteers Force (WBNVF) এ ট্রেনিং প্রাপ্ত ব্যাক্তিরা এবং Ex-Servicemen রা এই পোষ্টের জন্য আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতিঃ 

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীকে নিজের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার আপলোড করতে হবে। সেই সঙ্গে যাবতীয় তথ্য দিয়ে সবশেষে আবেদন ফি জমা করে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে।

আপনাদের সুবিধার্থে আবেদন করার অফিসিয়াল লিংক এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া রইল।

নিয়োগ পদ্ধতিঃ 

চারটে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে-

১. Physical Measurement Test (PMT)

২. Physical Efficiency Test (PET)

৩. Final Competitive Examination (লিখিত পরীক্ষা-85 নম্বর)

৪. Interview (15 নম্বর)

গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ

অফিসিয়াল নোটিশ-Click here

আবেদন করার লিংক-Click here

চাকরি ও কাজের আপডেট-Click here

আমাদের ফেসবুক গ্রূপে যুক্ত হোন-Click here

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।   

Previous articleWBP Wireless Operator Recruitment 2021: নতুন করে 1251 টি শুন্যপদে নিয়োগ।
Next articleSSC MTS Previous Year Question Papers PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here