মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? দেখুন সম্পূর্ণ লিস্ট

What are the madhyamik pass government jobs? See full list
WhatsApp Group Join Now

মাধ্যমিক পাশের পর সকলের মনে কমবেশি প্রশ্ন আসে যে, মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরি গুলো পাওয়া যায়? এই ভাবনা নিয়েই মাধ্যমিক পাশ ছেলে-মেয়েরা গুগলে গিয়ে সার্চ করেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোন ধরনের সরকারি চাকরি গুলোর জন্য প্রস্তুতি  নিলে ভালো হয়? তাই আপনি যদি মাধ্যমিক পাশের পর কোন কোন চাকরির জন্য প্রস্তুতি  নিয়ে এগিয়ে যাবো এ বিষয়ে বুঝতে পারছেন না তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।

আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো মাধ্যমিকের পাশের পর সরকারি কোন কোন চাকরি গুলো পাওয়া যায়, বয়সসীমা কত, মাসিক বেতন কত, কি ধরনের পরীক্ষা হয়। এই সমস্ত পুরো  বিষয়টাই তুলে ধরবো।

মাধ্যমিক পাশে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা

মাধ্যমিক পাশে বিভিন্ন  ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে ছেলে-মেয়েদের  বয়স সীমা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর SC/ST এর ক্ষেত্রে 5 বছরের ছাড়, OBC এর ক্ষেত্রে 3 বছরের ছাড়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও 5 বছরের ছাড় পেয়ে থাকে।

মাধ্যমিক পাশে সরকারি চাকরির ক্ষেত্রে মাসিক বেতন

মাধ্যমিক পাশে বিভিন্ন  ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে মাসিক বেতন 19,000 থেকে 40, 000 টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে।

মাধ্যমিক পাশে সরকারি চাকরির সিলেবাস

মাধ্যমিক পাশে সরকারির যেসমস্ত চাকরির  পরীক্ষাগুলি হয় তা মূলত জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি হয়ে থাকে।

আরো আপডেট: রাজ্যের বন দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে ২৩৪৪ টি শূন্যপদ, মন্ত্রী সভায় হলো আলোচনা

মাধ্যমিক পাশে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র

মাধ্যমিক পাশে সরকারির যেসমস্ত চাকরির  পরীক্ষাগুলি হয় তা মূলত মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র করা হয়ে থাকে৷

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?

মাধ্যমিক পাশের পর ছেলে-মেয়েরা দুই ধরনের চাকরির প্রস্তুতির সুযোগ পায়। যথা-

A) কেন্দ্রীয় স্তরের চাকরি

1) SSC MTS

WhatsApp Group Join Now

 2) ফায়ারম্যান এবং ট্রেডসম্যান  

 3) রেলওয়ে

 4) এসএসসি জিডি

 5)  এসএসসি কনস্টেবল

 6) সেনাবাহিনীর বিভিন্ন পদ (জিডি, স্টোর কিপার, ট্রেডসম্যান)

 7) পোস্ট অফিসব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), গ্রামীণ ডাক সেবক (GDS)

 8) SSC সিলেকশন পোস্ট 11

 9) জিডিএস

 10) ডিআরডিও(DRDO)

 11) ব্যাঙ্ক এমটিএস

 12) কোস্ট গার্ড

 13) CISF

আরো আপডেট: ৪৪১ শূন্যপদে CMOH এ CHA ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

 14) বিভিন্ন প্রকৌশল ডিপার্টমেন্টে লোক সেবক পদ (যেমন বিদ্যুৎ, পানি সংস্থা, সড়ক পরিবহন স্থানীয় সরকার ইত্যাদি)

B) রাজ্য স্তরের চাকরি

1) পিএসসি ক্লার্কশিপ

2) ফুড এস আই

3) পুলিশ কনস্টেবল

4) কলকাতা পুলিশ

5) ফায়ার অপারেটর

6) জেল পুলিশ

7)  এক্সারসাইজ কনস্টেবল

8) WBPSC গ্রুপ C

9) WBPSC গ্রুপ D

10) WBSSC গ্রুপ C/ D

11) পৌরসভা গ্রুপ

12) হাইকোর্ট/ জেলা আদালত গ্রুপ সি গ্রুপ ডি

13) গ্রাম পঞ্চায়েত এবং নগর পরিষদ কর্মী

14) হোম গার্ড

15) মানব সম্পদ বিভাগের কর্মী (উদাঃ পশু প্রভৃতির কর্মী)

আরো আপডেট: আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন

16) পাবলিক সেবা কমিশন কর্মী

17) কলেজ বিশ্ববিদ্যালয় কর্মী (উদাঃ ক্লার্ক, সিকিউরিটি গার্ড, স্টোর কিপার, পোর্টার)

18) বিভিন্ন সরকারি বিভাগের সরকারি কর্মী (উদাঃ জাতীয় স্বাস্থ্য পরিষদ, সিটি করপোরেশন, উচ্চ ন্যায়ালয়, বিদ্যুৎ বোর্ড)

Previous articleরাজ্যের বন দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে ২৩৪৪ টি শূন্যপদ, মন্ত্রী সভায় হলো আলোচনা
Next articleজল শক্তি দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি! প্রতি মাসে স্টাইপেন্ড পাবে ১৫,০০০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here