SSC MTS Syllabus, Marks, Selection 2021 || SSC মাল্টি টাস্কিং স্টাফ সিলেবাস, নিয়োগ প্রক্রিয়া

SSC MTS Syllabus, Marks, Selection 2021
WhatsApp Group Join Now

মাধ্যমিক পাশ যোগ্যতায় SSC MTS বা মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হয়। প্রায় প্রতি বছরই বিপুল সংখ্যক শুন্যপদে এই নিয়োগটি হয়ে থাকে। তাই চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আজ আমরা SSC MTS পরীক্ষার সিলেবাস, নিয়োগ প্রক্রিয়া এবং নম্বর বিভাজন সম্পর্কে জানাবো। 

যারা এই পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই পোষ্টটি। সিলেবাস জানার আগে এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য জেনে নেওয়া দরকার।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

পোষ্টের নাম  মাল্টি টাস্কিং স্টাফ-Multi tasking staff (MTS)
নিয়োগ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC)
নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার ভাষা ইংরেজি এবং হিন্দি 
পরীক্ষার তারিখ 01.07.2021-20.07.2021 

 

কয়টি পরীক্ষা হবে?

১. Paper I Exam (MCQ): প্রথমে 100 নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে।     

২. Paper II Exam (Descriptive):  Paper I পরীক্ষায় পাশ করলে 50 নম্বরের বর্ননামূলক পরীক্ষা নেওয়া হবে।

এই দুই পরীক্ষার সিলেবাস সম্পর্কে নীচে বিস্তারে আলোচনা করা হল।

SSC MTS, Syllabus & Marks

SSC MTS Paper I Syllabus-

পেপার 1 এ চারটে বিষয় থেকে মোট (25X4)=100 নম্বরের প্রশ্ন করা হবে প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 1 করে।

১. General Intelligence and Reasoning (25)

২. Numerical Aptitude (25)

৩. General English (25)

৪. General Awareness (25)

SSC MTS পেপার 1 পরীক্ষার জন্য সময়সীমা থাকবে 90 মিনিট। একটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে 0.25

WhatsApp Group Join Now

SSC MTS Paper II Syllabus-

পেপার 2 তে 50 নম্বরের বর্ননামূলক পরীক্ষা নেওয়া হবে। এর সময়সীমা থাকবে 30 মিনিট।

১. Short Essay/Letter in English or any language included in the 8th schedule of the Constitution. (50)

যারা পেপার 1 এর পরীক্ষায় নির্দিষ্ট কাট অফ নম্বর পেয়ে পাশ করবে তারাই পেপার 2 এর পরীক্ষা দিতে পারবে।  

> আপনারা নীচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পুর্ণ সিলেবাসটি পিডিএফ এর আকারে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।  

SSC MTS নিয়োগ প্রক্রিয়াঃ 

প্রথমে পেপার 1 এর পরীক্ষা, তারপর পেপার 2 এর পরীক্ষা এবং শেষে ডকুমেন্ট ভ্যারিকেশন। তারপরে সরাসরি নিয়োগ।

পেপার 1 এর পরীক্ষায় পাশ করলে পেপার 2 এর পরীক্ষা নেওয়া হবে। পেপার 2 এর পরীক্ষায় পাশ করলে ডকুমেন্ট ভ্যারিফিকেশন করা হবে। এক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয় না।

SSC MTS Syllabus Download

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।  

Previous articleSSC MTS Job Notice 2021: কয়েক হাজার শুন্যপদে কেন্দ্রের চাকরি।
Next article50,000 শুন্যপদে নিয়োগের ঘোষনাঃ রাজ্যের বাজেট PDF ডাউনলোড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here