AIIMS জোধপুরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১,৬৮,৯০০/- টাকা পর্যন্ত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIIMS Jodhpur Recruitment 2024: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS), জোধপুর তাদের ফ্যাকাল্টি শূন্যপদের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ইত্যাদি পদে নিয়োগ হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাAIIMS, Jodhpur
পদের নামপ্রফেসর
শূন্যপদ৮২ টি
মাসিক বেতন₹1,68,900
আবেদন পদ্ধতিআবেদন পদ্ধতি
আবেদনের শেষ তারিখ১৮/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালaiimsjodhpur.edu.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কে নিচে আলোচনা করা হল।

পদের নামশূন্যপদ
প্রফেসর৩২ টি
অ্যাডিশনাল প্রফেসর১৭ টি
অ্যাসোসিয়েট প্রফেসর২৪ টি
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর০৯ টি
মোট৮২ টি

শিক্ষাগত যোগ্যতা 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল। 

প্রফেসর পদ- এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ভারতীয় মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী তপশিল বা তৃতীয় তপশিলির অন্তর্ভুক্ত মেডিকেল যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে MD/MS বা সমমানের যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি ১৪ বছরের শিক্ষাদান বা গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে। 

অ্যাডিশনাল প্রফেসর এবং অন্যান্য পদ- এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর পোস্ট গ্রাজুয়েট বা ডক্টরেট ডিগ্রী থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা

প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর- সর্বাধিক ৫৮ বছর পর্যন্ত 

অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- সর্বাধিক ৫০ বছর পর্যন্ত 

বেতন কাঠামো 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল।

পদের নামবেতন
প্রফেসর₹1,68,900
অ্যাডিশনাল প্রফেসর₹1,48,200
অ্যাসোসিয়েট প্রফেসর₹1,38,300
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর₹1,01,500

নিয়োগ প্রক্রিয়া 

এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর AIIMS, জোধপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আবেদন ফি 

সাধারণ/OBC/EWS প্রার্থীদের জন্য- ₹3000

SC/ST/PwBD প্রার্থীদের জন্য- ₹200

আরও আপডেটঃ LIC সংস্থায় বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ৭০০০/- টাকা স্টাইপেন্ড

গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment