LIC Internship Training 2024: ভারতের অন্যতম বৃহত্তম সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ২০২৪ সালের জন্য ইন্সুরেন্স সেলস এক্সিকিউটিভ ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং নিতে পারবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান এবং ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।
LIC সম্পর্কে তথ্য
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) হল ভারতের একটি সরকারি বীমা ও বিনিয়োগ সংস্থা, যা ভারতের অত্র মন্ত্রকের অধিনস্ত। ১৯৫৬ সালের ১ লা সেপ্টেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় ২৪৫ টি বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট সোসাইটি একত্রিত হয়ে এই সংগঠনটি গঠিত হয়।
২০১৯ সালের তথ্য অনুযায়ী LIC-এর মোট তহবিল ছিল ২৮.৩ ট্রিলিয়ন রুপি। ২০১৮-১৯ অর্থবর্ষে ২৬ মিলিয়ন দাবি নিষ্পত্তি করে, যা সংস্থাটির গ্রাহক পরিষেবা দক্ষতার পরিচয় দেয়। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এখানে সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে যারা-
- পার্ট টাইম কাজ বা ইন্টার্নশিপ করতে ইচ্ছুক,
- ৬ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবে,
- ৬ মাসের জন্য নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে পারবে,
- মুম্বাই বা তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে পারবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে,
- মহিলারা যারা কেরিয়ার নতুন করে শুরু করতে চান তারাও আবেদন করতে পারবে।
ইন্টার্নদের দায়িত্ব সমূহ
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- লিড জেনারেট করার জন্য মার্কেটিং কৌশল তৈরি করতে হবে এবং প্রয়োগে সহায়তা করতে হবে,
- বাজার গবেষণার মাধ্যমে লক্ষ্য গ্রাহকদের চিহ্নিত করতে হবে,
- বিক্রয় দলের সঙ্গে মিলে বিক্রয় সম্ভাবনা সৃষ্টি করতে হবে,
- গ্রাহকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরিষেবা প্রদান করতে হবে,
- গ্রাহকদের আর্থিক প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে,
- বিমা পণ্য সম্পর্কিত জ্ঞান ও বিক্রয় দক্ষতা বাড়ানোর জন্য কর্মশালা ও প্রশিক্ষণের অংশ নিতে হবে।
ইন্টারশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের মুম্বাই শহরে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপের মেয়াদ হবে ৬ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ৭০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও আপডেটঃ পূর্ব রেলে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে, বিস্তারিত তথ্য জানুন
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর, ২০২৪। তাই যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
LIC Internship Training 2024: Apply Now