CashKaro Internship 2024: ক্যাশকারো সংস্থার তরফ থেকে ২০২৪ সালের জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন্টার্ন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে।
এই ইন্টার্নশিপ ট্রেনিং চলাকালীন প্রত্যেক প্রার্থীকে মাসে ১৮,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তাই যারা যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটি একটি দারুন সুযোগ।
ক্যাশকারো কি? (About CashKaro)
ক্যাশকারো হলো ভারতের সবথেকে বৃহত্তম ক্যাশব্যাক ও ডিসকাউন্ট ওয়েবসাইট যার সঙ্গে যুক্ত রয়েছে টাটা কোম্পানি এবং শীর্ষ ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান কালারি ক্যাপিটাল। ক্যাশকারো সাধারণত যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট কেনে বা অনলাইনে শপিং করে তাদেরকে ক্যাশব্যাক, ডিসকাউন্ট বা বিনামূল্যে কুপনের সুবিধা প্রদান করে।
এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে এবং এটি খুব দ্রুততার সঙ্গেই প্রসারিত হয়েছে। এই ক্যাশকারো সংস্থার তরফ থেকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং-এর উপর বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।
কোথায় হবে এই ট্রেনিং? (Training Venue)
যারা যারা ক্যাশকারো সংস্থার তরফ থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে অনুষ্ঠিত হবে।
ট্রেনিং-এর সময়কাল (Training Period)
এই ট্রেনিংটি চলবে ৩ মাস ধরে। ট্রেনিং চলাকালীন প্রত্যেকটি প্রার্থীকে মাসিক staipend দেওয়া হবে।
স্টাইপেন্ড (Monthly Stipend)
যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে, তাদেরকে প্রতি মাসে ১৮০০০ টাকা প্রদান করবে ক্যাশকারো কোম্পানি এবং তার সঙ্গে সার্টিফিকেট ও রিকোমেন্ডেশন লেটার প্রদান করা হবে যা পরবর্তীতে প্রার্থীদের কাজের সুযোগ করে দেবে।
কাজের দায়িত্ব (Roles & Responsibilities)
এখানে যে সমস্ত প্রার্থীরা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু কিছু দায়িত্ব বহন করতে হবে। দায়িত্বগুলি হল-
- বিভিন্ন ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে এই সংস্থায় নিয়োগ করতে হবে।
- ক্যাশকারো সংস্থার ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোম্পানিগুলোর সম্পূর্ণ পরিচালনা করতে হবে।
- ইনফ্লুয়েন্সার মার্কেটিং আইডিয়া নিয়ে আসতে হবে।
- গ্রাহক ও ইনফ্লুয়েন্সার দের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।
- ডিজিটাল স্টার্টেজি বাস্তবায়ন করতে হবে।
- মার্কেটিং-এর তথ্য বিশ্লেষণ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আবেদন পদ্ধতি (Application Process)
যে সমস্ত প্রার্থীরা ক্যাশকারো ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন তাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইট-এর লিংক দেওয়া রয়েছে আপনারা সরাসরি সেই লিংক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Date)
যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন তাদেরকে ২৭শে অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। তাই যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং-এ আগ্রহী এবং ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
ক্যাশকারো ইন্টার্নশিপ ২০২৪- Apply Now