কয়লা উৎপাদন সংস্থায় ৬৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫০,০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Coal India Limited Recruitment 2024: কোল ইন্ডিয়া লিমিটেড সংস্থার তরফ থেকে ৬৪০ টি শূন্যপদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাইনিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম এবং অন্যান্য বিভাগের যোগ্য প্রার্থীদের জন্য এই শূন্যপদগুলি খালি রয়েছে। 

ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন সংস্থা হিসেবে কোল ইন্ডিয়া লিমিটেড দেশজুড়ে প্রযুক্তিগতভাবে বিখ্যাত একটি সংস্থা। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে নির্বিশেষে যেকোনো প্রার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাCoal India Limited
পদের নামমাইনিং, সিভিল, ইলেকট্রিক্যাল ইত্যাদি
শূন্যপদ৬৪০ টি
বেতন৫০,০০০-১,৬০,০০০/- টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ২৮/১১/২০২৪
অফিশিয়াল পোর্টালcoalindia.in

Coal India Limited Recruitment 2024: পদের নাম এবং শূন্যপদ 

পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- মাইনিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন।

শূন্যপদ- এখানে মোট শূন্য পদের সংখ্যা ৬৪০টি। প্রত্যেকটি পদে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল- 

পদের নামশূন্যপদ
মাইনিং২৬৩ টি
সিভিল৯১ টি
ইলেকট্রিক্যাল১০২ টি
মেকানিক্যাল১০৪ টি
সিস্টেম৪১ টি
ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন৩৯ টি

Coal India Limited Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা 

এই পদগুলোতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে এবং ৬০%-এর বেশি নম্বর পেতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
পদের নামশূন্যপদ
মাইনিংমাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ৬০% নম্বর 
সিভিলসিভিল ইঞ্জিনিয়ারিং-এ ৬০% নম্বর 
ইলেকট্রিক্যালইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৬০% নম্বর 
মেকানিক্যালমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৬০% নম্বর 
সিস্টেমকম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, IT শাখায় BE / B.Tech / B.Sc (Engg.) অথবা প্রথম শ্রেণীতে MCA
ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনসংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৬০% নম্বর

Coal India Limited Recruitment 2024: বয়স সীমা 

এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে-

  • OBC: ৩ বছর পর্যন্ত,
  • SC/ST: ৫ বছর পর্যন্ত,
  • প্রতিবন্ধী প্রার্থীরা: সাধারণ (UR) প্রার্থীদের জন্য ১০ বছর, OBC প্রার্থীদের জন্য ১৩ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ১৫ বছর পর্যন্ত ছাড়।

Coal India Limited Recruitment 2024: বেতন কাঠামো

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০,০০০/- টাকা থাকে ১,৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যেখানে তাদের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে E-2 গ্রেডে নিয়োগ করা হবে।

Coal India Limited Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া 

প্রার্থীদের নিয়োগ গেট ২০২৪ পরীক্ষার স্কোর দ্বারা বিবেচনা করা হবে। তাই সমস্ত প্রার্থীদের গেট ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষার স্কোর অনুযায়ী বিভাগভিত্তিক এবং ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের শর্টলিস্ট তৈরি করা হবে। সমান স্কোর থাকলে শিক্ষাগত যোগ্যতায় উচ্চতর প্রার্থিকে অগ্রাধিকার দেওয়া হবে। 

Coal India Limited Recruitment 2024: আবেদন পদ্ধতি 

প্রার্থীদের কোল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে “Career” সেকশনে যেতে হবে।
  • এরপর “Jobs in Coal India” লিঙ্ক ক্লিক করে প্রার্থীদের মৌলিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Coal India Limited Recruitment 2024: আবেদন ফি

জেনারেল / OBC / EWS প্রার্থীদের জন্য: ১১৮০/- টাকা

SC/ ST / PwBD এবং কোল ইন্ডিয়ার কর্মচারীদের জন্য: আবেদন ফি লাগবে না

আরও আপডেটঃ নারায়ণ হেলথে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে পাবেন ১০০০০/- টাকা

Coal India Limited Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর, ২০২৪

আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর, ২০২৪

Coal India Limited Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল নোটিশ- Download Now

Leave a Comment