CRPF অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর পক্ষ থেকে SMO অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। SMO অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদের জন্য চাকরিপ্রার্থীদেরকে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
CRPF এ SMO পদের ক্ষেত্রে মোট শূন্যপদ কত, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে নিচে প্রতিবেদন আকারে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ প্রকাশের তারিখ: 06/07/2024
যে পদে নিয়োগ করা হবে
CRPF এ SMO (স্পেশালিস্ট মেডিকেল অফিসার) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
CRPF এ SMO পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৩২ টি।
আরো আপডেট: স্বাস্থ্য ভবনে ডাটা ম্যানেজার পদে চাকরি! প্রতি মাসে বেতন ৩৫,০০০ টাকা করে
শিক্ষাগত যোগ্যতা
CRPF এ SMO পদের জন্য যে কোন বিশ্ববিদ্যালয় বা সরকারি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রী করা পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
০৫/০৮/২০২৪ তারিখ অনুযায়ী CRPF এ SMO পদের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
CRPF এ SMO পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে ৮৫,০০০ টাকা বেতন পাবেন।
আরো আপডেট: ভারতীয় ইস্পাত সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি, ২৫ জুলাই পর্যন্ত আবেদন চলবে
নিয়োগ পদ্ধতি
CRPF এ SMO পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- CRPF এ SMO পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে না।
- ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা সহ সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরো আপডেট: পৌরসভা কর্পোরেশনে HHW পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা হবে নিয়োগ
আবেদন মূল্য
CRPF এ SMO পদের ক্ষেত্রে সকল চাকরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউয়ের তারিখ: 05/08/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here