যে সকল চাকরি প্রার্থীরা পৌরসভাতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে HHW (Honorary Health Worker) পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করুন।
HHW পদের ক্ষেত্রে মোট শূন্যপদ কত, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদনপত্র জমা করতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে প্রতিবেদন আকারে নিচে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
মেমো নং: 178/Estt./SMC
নোটিশ প্রকাশের তারিখ: 02/07/2024
যে পদে নিয়োগ করা হবে
মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে HHW (Honorary Health Worker) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
HHW পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৩৫ টি।
আরো আপডেট: ব্লকে মিড ডে মিল প্রোগ্রামে সুপারভাইজার পদে নিয়োগ! মাসিক বেতন পাবে ১০,০০০ টাকা করে
শিক্ষাগত যোগ্যতা
HHW পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সার্টিফিকেট বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা
- ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী HHW পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা রয়েছে ২২ থেকে ৪০ বছর।
মাসিক বেতন
HHW পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে ৪,৫০০ টাকা দেওয়া হবে।
আরো আপডেট: খাদ্য সুরক্ষা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে চাকরি, ১৪ জুলাই পর্যন্ত আবেদন চলবে
নিয়োগ পদ্ধতি
- HHW পদের জন্য মাধ্যমিক নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে।
- মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- HHW পদের ক্ষেত্রে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিম্নে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
- আবেদনপত্রটি ডাউনলোড করা হয়ে গেলে আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- ফর্ম ফিলাপ করা হয়ে গেলে ফর্মটির সাথে নিজের ডকুমেন্টসগুলো জেরক্স করে একটি খামের মধ্যে দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আরো আপডেট: ৫৪৪ শূন্যপদে UCO ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতি মাসে স্টাইপেন্ড পাবে ১৫,০০০ টাকা
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri – 734001
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: 02/07/2024
আবেদন শেষ তারিখ: 26/07/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here