DHL Global Internship 2024: বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ, প্রতি মাসে ২৫,০০০/- টাকা পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DHL Global Internship 2024: বিশ্বকাপে লজিস্টিক সেবায় অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান DHL Global Forwarding Freight Shared Services বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ভবিষ্যতে চাকরির সুযোগ খুঁজতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।

DHL Global Forwarding Freight Shared Services সম্পর্কে 

Deutsche Post DHL গ্রুপের সদস্য DHL Global Forwarding, Freight (DGFF) বিশ্বের ১০০টির বেশি দেশে সেবা প্রদান করে থাকে। DGFF Global Service Center (GSC) বিভিন্ন প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সার্ভিস প্রদান করে আসছে।

GSC টিম, যারা অভিজ্ঞ এবং উদ্যমী, তাদের সহায়তায় প্রক্রিয়া ও সেবার দক্ষতা বৃদ্ধি, রোবোটিক্স এবং AI-এর সাহায্যে এই সংস্থাটি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। মুম্বাই, চেন্নাই, ম্যানিলা, বুদাপেস্ট এই সমস্ত শহরগুলিতে এই সংস্থার কার্যক্রম পরিচালনা রয়েছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-

  • পূর্ণকালীন ইন অফিস ইন্টার্নশিপে যোগদান করতে পারবেন, 
  • ১৪ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবে, 
  • ছয় মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবে, 
  • মুম্বাই বা তার নিকটবর্তী এলাকায় বসবাস করেন এমন প্রার্থীর আবেদন করতে পারবে, 
  • প্রাসঙ্গিক দক্ষতাআগ্রহ থাকতে হবে, 
  • মহিলারা যারা পুনরায় ক্যারিয়ার শুরু করতে চান তারাও আবেদন করতে পারবেন। 

ইন্টার্নদের দায়িত্ব সমূহ 

এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • গ্যামিফিকেশন উদ্যোগ এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট মডেল তৈরিতে কাজ করতে হবে, 
  • L&D ম্যানেজারকে বিভিন্ন টুল ব্যবহার করে ধারণা বাস্তবায়ন করতে হবে, 
  • ভিডিও কনটেন্ট তৈরিতে সহায়তা করতে হবে, 
  • ডিজিটাল ডিসপ্লে, ইনট্রা-কোম্পানি অ্যাপস, ইমেল ইত্যাদির মাধ্যমে টেমপ্লেট তৈরি করতে হবে। 
  • বিভিন্ন কর্মসূচির জন্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে হবে, 
  • LinkedIn-এর মত প্লাটফর্মে পোস্ট করার জন্য কর্মীদের ব্যবহার করতে হবে।

ইন্টার্নশিপের স্থান 

যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের মুম্বাইতে

ইন্টার্নশিপের মেয়াদ 

এই ইন্টার্নশিপের মেয়াদ হবে ৬ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে। 

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা 

এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ২৫,০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে। 

আবেদন পদ্ধতি

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। 

তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আরও আপডেটঃ দুর্গাপুর স্টিল প্লান্টে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে

আবেদনের শেষ তারিখ 

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, ২০২৪। তাই এরা এখানে আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

DHL Global Internship 2024: Apply Now

Leave a Comment