Central Bank of India Manager Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ম্যানেজার পদে ২৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা সিনিয়র ম্যানেজার, চিপ ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করছে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | ম্যানেজার |
শূন্যপদ | মোট ২৫৩ টি |
মাসিক বেতন | ₹36,000 – ₹98,000 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫/১২/২০২৪ |
অফিসিয়াল পোর্টাল | centralbankofindia.co.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
সিনিয়র ম্যানেজার | ১০০ টি |
চিপ ম্যানেজার | ৫০ টি |
ম্যানেজার | ৮৫ টি |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | ১৮ টি |
মোট | ২৫৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি বিস্তারিত আলোচনা করা হলো-
চিপ ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী অর্জনকারী প্রার্থীদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের থেকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া বিশেষায়িত সার্টিফিকেশন প্রয়োজন হতে পারে।
ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। অতিরিক্ত সার্টিফিকেট থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা চাওয়া হয়েছে। সেগুলি নিচে আলোচনা করা হল-
- চিপ ম্যানেজার- ২৮ থেকে ৪০ বছর
- সিনিয়র ম্যানেজার- ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার- ২৩ থেকে ৩৫ বছর
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ২১ থেকে ৩০ বছর
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। (SC/ST- ৫ বছর, OBC- ৩ বছর, PwBD- ১০ বছর)
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
সিনিয়র ম্যানেজার | ₹76,000 – ₹98,000 |
চিপ ম্যানেজার | ₹63,000 – ₹78,000 |
ম্যানেজার | ₹48,000 – ₹61,000 |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | ₹36,000 – ₹46,000 |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষাটি অনলাইনের মাধ্যমেই নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই প্রার্থীদেরকে সরাসরি অগ্রধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য যারা আবেদন করতে চান তারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “রিক্রুটমেন্ট অফ ম্যানেজার ২০২৪” লিংক ক্লিক করতে হবে।
এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
- সাধারণ/ OBC প্রার্থীদের জন্য- ৮৫০/- টাকা
- SC/ ST/ PwBD প্রার্থীদের জন্য- ১৭৫/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৫ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১৫ ডিসেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here