DVC Recruitment 2024: দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC)-এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মূলত অ্যাডভাইজার (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন), অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সার্ভেয়ার) এবং সিনিয়র ম্যানেজার (HR) পদে চুক্তিভিত্তিক ও ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ করা হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) |
পদের নাম | অ্যাডভাইজার (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালটেন্ট, সিনিয়র ম্যানেজার |
শূন্যপদ | মোট ১১ টি |
বেতন | পদের উপর নির্ভর করবে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | dvc.gov.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- অ্যাডভাইজার (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন), অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সার্ভেয়ার) এবং সিনিয়র ম্যানেজার (HR)।
শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১১ টি। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ খালি রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
অ্যাডভাইজার (ফরেস্ট) | ১ টি |
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন) | ৩ টি |
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সার্ভেয়ার) | ২ টি |
সিনিয়র ম্যানেজার (HR) | ৫ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
অ্যাডভাইজার (ফরেস্ট)- অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তারা এই পদের জন্য আবেদন করতে পারবে।
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর পশ্চিমবঙ্গে স্পেশাল রেভিনিউ অফিসার-II বা ঝাড়খণ্ডে সার্কেল অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সার্ভেয়ার)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সার্ভেয়িং ডিপ্লোমা এবং সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে।
সিনিয়র ম্যানেজার (HR)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা
অ্যাডভাইজার (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন ও সার্ভেয়ার)- এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স লাগবে ৬৫ বছর।
সিনিয়র ম্যানেজার (HR)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৫৬ বছর।
বেতন কাঠামো
এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে।
পদের নাম | বেতন |
অ্যাডভাইজার (ফরেস্ট) | ১,৪৪,০০০/- টাকা |
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ল্যান্ড লিয়াজন) | ৬৬,০০০/- টাকা |
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সার্ভেয়ার) | ৫৪,০০০/- টাকা |
সিনিয়র ম্যানেজার (HR) | ১,২৩,১০০/- থেকে ২,১৫,৯০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। সরাসরি ইন্টারভিউের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউের সঠিক তারিখ, সময় ও স্থান সম্পর্কে জানতে হলে DVC-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য DVC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রিন্ট আউট নিয়ে নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Damodar Valley Corporation, 5th Floor, DVC Towers, VIP Road, Kolkata-700054
আরও আপডেটঃ এয়ারপোর্টে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ, মাসিক বেতন ২২,৫৩০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন
আবেদন ফি
জেনারেল/ EWS/ OBC প্রার্থীদের জন্য- ৫০০/- টাকা
SC/ ST/ PwBD প্রার্থীদের জন্য- আবেদন ফি লাগবে না
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৭/১০/২০২৪
অনলাইনে আবেদন করার শেষ তারিখ- ১৭/১১/২০২৪
প্রিন্ট আউট পাঠানোর শেষ তারিখ- ২৫/১১/২০২৪
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি ১- Download Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি ২- Download Now