Eklavya Model School Recruitment 2024: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। একলব্য মডেল স্কুলের পক্ষ থেকে গেস্ট টিচার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন বিষয়ে এই গেস্ট টিচার নিয়োগ হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য।
তাই যারা শিক্ষকতার সঙ্গে ভবিষ্যতে যুক্ত হতে চাইছেন তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে খুব সহজেই এই পদগুলোর জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | Eklavya Model School |
পদের নাম | গেস্ট টিচার |
মোট শূন্যপদ | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা | গ্রাজুয়েশন |
বেতন | ১২,০০০/- |
আবেদনের শেষ তারিখ | ০৫/১১/২০২৪ |
আবেদন পদ্ধতি | অফলাইন |
Eklavya Model School Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল-
- Guest Teacher Chemistry-TGT
- Guest Teacher Santali-TGT
- Guest Teacher History-TGT
শূন্যপদ- এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি।
পদের নাম | শূন্যপদ |
Guest Teacher Chemistry-TGT | ০১ টি |
Guest Teacher Santali-TGT | ০১ টি |
Guest Teacher History-TGT | ০১ টি |
Eklavya Model School Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
গেস্ট টিচার পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে।
Eklavya Model School Recruitment 2024: বেতন কাঠামো
চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে যদি চাকরি পায় তাহলে তাদেরকে প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Eklavya Model School Recruitment 2024: বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৪ এই তারিখ অনুযায়ী। তবে সরকারী নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবে।
ক্যাটাগরি | বয়সের ছাড় |
SC/ST | ৫ বছর |
OBC | ৩ বছর |
PWD | ১০ বছর |
Eklavya Model School Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া
এই পদগুলিতে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট এখানে হবে না।
Eklavya Model School Recruitment 2024: আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
ঠিকানা- PO-CUM-DWO, BCW & TD , Paschim Bardhaman’ 1st Floor/ 2nd Floor, SDO Office Building, Asansol- 713304.
Eklavya Model School Recruitment 2024: প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলি হল-
- বয়সের প্রমাণপত্র
- নাগরিক প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- জাতি সংশাপত্র
- মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
আরও আপডেট: JM Financial Internship: আবেদন করলেই প্রতি মাসে ১০,০০০ টাকা পাবেন, বেকার হলে এখনই আবেদন করুন
Eklavya Model School Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ
এখানে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ই নভেম্বর, ২০২৪। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনকারীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Eklavya Model School Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now
আবেদনপত্র- Download Now