Food SI Exam Rule: ফুড SI পরীক্ষায় মানতে হবে এইসব নিয়ম

Food SI tests should follow these rules
WhatsApp Group Join Now

চলতি সপ্তাহের বুধবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার দিনক্ষণ ঘোষনা করা হয়েছে। কমিশনের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার দিন কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। কমিশনের জারি করা সমস্ত নিয়মাবলী বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

প্রকাশিত নোটিশে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যেমন-

1) পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

2) পরীক্ষা শেষ হওয়ার পরেও, পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না।

3) বিশেষ প্রয়োজন ছাড়া, পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা।

4) পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্টস,যেমন অ্যাডমিট কার্ড, পরিচয় পত্র ও ফটো ইত্যাদি ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

5) মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, বহনযোগ্য বহন/ব্যবহার করা স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগের গ্যাজেট এবং ক্লিপবোর্ড ইত্যাদি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পর্যন্ত নিয়ে আসে নিষিদ্ধ। যদি এমন কোনো জিনিস পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে হারিয়ে যায়, তবে এর জন্য কমিশন কোনোরকম ভাবেই দায়ী থাকবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16 এবং 17 মার্চ, 2024 অর্থাৎ, আগামী শনিবার এবং রবিবার।

দুই দিনেই পরীক্ষা হবে প্রতিদিন তিনটি সেশনে, প্রথম সেশন সকাল 9 টা 30 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত, এরপর দ্বিতীয় সেশন দুপুর 12 টা 30 মিনিট থেকে দুপুর 2 টা পর্যন্ত এবং তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল 3 টা 30 মিনিট থেকে বিকেল 5 টা পর্যন্ত।

পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে, নিজ নিজ ভেন্যু অর্থাৎ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীরা ফুড এস আই পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন 02/03/2024 তারিখ থেকে।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Food SI Admit Card 2024: ফুড SI পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে?

WhatsApp Group Join Now

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এত তারিখ পর্যন্ত আবেদন চলবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কতটা DA বাড়তে চলেছে? জানুন বিস্তারিত আপডেট

Previous articleFood SI Admit Card 2024: ফুড SI পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে?
Next articleভারতীয় বন দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here