ভারতীয় বন দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Indian Forest Department New recruitment 2024
WhatsApp Group Join Now

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 150 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বন দফতরে। এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে উক্ত পদের জন্য যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 06/2024-IFoS

নোটিশ প্রকাশের তারিখ- 14.02.2024

যে পদে নিয়োগ করা হবে

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস

শূন্যপদ

এখানে মোট 150 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Animal Husbandry & Veterinary Science/ Botany / Chemistry / Geology / Mathematics / Physics / Statistics অথবা Zoology এ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

32 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

প্রিলিমিনারি এবং মেনস এই দুটি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য http://www.upsconline.nic.in. এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

SC/ST/PwBD ছাড়া বাকি প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শেষ হবে – 05/03/2024


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Food SI Admit Card 2024: ফুড SI পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে?

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এত তারিখ পর্যন্ত আবেদন চলবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কতটা DA বাড়তে চলেছে? জানুন বিস্তারিত আপডেট

Previous articleFood SI Exam Rule: ফুড SI পরীক্ষায় মানতে হবে এইসব নিয়ম
Next articleরাজ্যের স্কুলে লাইব্রেরীয়ান ও ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here