রাজ্যের স্কুলে লাইব্রেরীয়ান ও ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

state schools librarian and clerk various posts including recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর্মি পাবলিক স্কুল, বাগরাকোট, বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. TGT

শূন্যপদ- এখানে ইংলিশ, সায়েন্স, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার বিষয়ের শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে বি. এড করে থাকতে হবে।

2. PRT

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করার সাথে D.EL.ED ডিপ্লোমা করে থাকতে হবে।

3. কম্পিউটার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

4. লাইব্রেরীয়ান, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। থাকতে হবে অভিজ্ঞতাও।

5. কাউন্সেলর

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সাইকোলজিতে গ্র্যাজুয়েশন পাশ করার সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. ক্লার্ক

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করার সাথে কম্পিউটারে ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে 12,000 কি ডিপ্রেশন / ঘন্টা স্পিড থাকতে হবে।

7. অ্যাকাউন্টেন্ট

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার সাথে কম্পিউটারে ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

ইমেল আইডি

[email protected]

আবেদন মূল্য

এখানে প্রার্থীদের জন্য 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

29/02/2024 এখানে আবেদন করার শেষ দিন।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Food SI Admit Card 2024: ফুড SI পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে?

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Indian Navy Recruitment 2024: ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ, ১০ মার্চ অবধি আবেদন চলবে

👉 Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এত তারিখ পর্যন্ত আবেদন চলবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কতটা DA বাড়তে চলেছে? জানুন বিস্তারিত আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here