পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের ‘ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার’ দফতর এর তরফ থেকে গ্রুপ-ডি (Group-D) গ্রুপ-সি (Group-C) পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এইসব পদের জন্য সর্বনিম্ন ৮,০০০ থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই নিয়োগে অংশগ্রহণ করার জন্য চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন পারবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন পদের জন্য কয়টি শূন্য পদ রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে ইত্যাদি বিষয় একে একে জানিয়েছি।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
অফিসিয়াল নোটিশ নম্বর: 1/2024
যে সমস্ত পদে নিয়োগ করা হবে
১. রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট (Resident Superintendent)
২. অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant)
৩. মাল্টিপারপাস স্টাফ (Multipurpose Staff)
৪. কুক (Cook)
৫. সিকিউরিটি গার্ড/ নাইট গার্ড (Security Guard/ Night Guard)
পদ অনুযায়ী মাসিক বেতন
১. রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট- প্রতিমাসে ২০,০০০ টাকা
২. অফিস অ্যাসিস্ট্যান্ট- প্রতিমাসে ১৪,০০০ টাকা
৩. মাল্টিপারপাস স্টাফ- প্রতিমাসে ১২,০০০ টাকা
৪. কুক- প্রতিমাসে ৮,০০০ টাকা
৫. সিকিউরিটি গার্ড/ নাইট গার্ড- প্রতিমাসে ৮,০০০ টাকা
আবেদন করার জন্য বয়সসীমা
১. রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট- এই পদের ক্ষেত্রে ৩৫ থেকে ৫৫ বছর বয়সী আবেদন করতে পারবে।
২. অফিস অ্যাসিস্ট্যান্ট- এই পদটির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩. মাল্টিপারপাস স্টাফ- ২৫ থেকে ৫০ বছর বয়সী শুধুমাত্র মহিলারা এই মাল্টিপারপাস স্টাফ পদের জন্য আবেদন করতে পারবে।
৪. কুক- ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবে।
৫. সিকিউরিটি গার্ড/ নাইট গার্ড- এই পদের জন্য ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, তবে তাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে।
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
১. রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট- ইউজিসি (UGC) এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে Master In Law/ Social Work/ Socialogy/ Social Science/ Psychology- এর মধ্যে যেকোনো ১ টি বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সেই সাথে মহিলাদের নিয়ে কাজ করার পাঁচ বছরের থাকা আবশ্যক।
২. অফিস অ্যাসিস্ট্যান্ট- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। সেই সাথে রাজ্য বা জেলা লেভেলে সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।
৩. মাল্টিপারপাস স্টাফ- এই পদের কাজের জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।
৪. কুক- এই পদের কাজের জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলেই হবে। এক্ষেত্রে হাই স্কুল পাশ চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবে।
৫. সিকিউরিটি গার্ড/ নাইট গার্ড- সিকিউরিটির কাজের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আছে এমন লোকেরা আবেদন করতে পারবে।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে?
১. রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট- ১ টি
২. অফিস অ্যাসিস্ট্যান্ট- ১ টি
৩. মাল্টিপারপাস স্টাফ- ২ টি
৪. কুক- ২ টি
৫. সিকিউরিটি গার্ড/ নাইট গার্ড- ৩ টি
নিয়োগ পদ্ধতি
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবে তাদের আবেদনপত্র গুলি প্রথমে স্ক্রুটিনি করা হবে। তারপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
(১) প্রথমে অফিসিয়াল নোটিশে দেওয়া ফর্মটি প্রিন্ট করতে হবে। (অফিসিয়াল নোটিশটি আমাদের এই পেজের নিচে থেকে ডাউনলোড করতে পারবেন)
(২) আবেদনপত্র প্রিন্ট করার পর সেটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ হবে এবং ডান দিকে একটি পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দিতে হবে।
(৩) এরপর ওই ফর্মের সাথে দরকারী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি পিন আপ করতে হবে।
(৪) সবশেষে কাগজগুলোকে একটি খামে ভরে অফিসের ঠিকানায় ৩১ আগস্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আরো আপডেট: জেলায় জেলায় নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো
গুরুত্বপূর্ণ লিঙ্ক
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download