কোলকাতা মেট্রো রেলে চাকরি, ৯ ফেব্রুয়ারির মধ্যে এইভাবে আবেদন করতে হবে- Metro Rail Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Metro Rail Recruitment 2025: কলকাতা মেট্রো রেলওয়ে রিটায়ার্ড নন গেজেটেড কর্মচারী এবং গেজেটেড অফিসারদের জন্য সম্প্রতি দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়াটি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য চালু করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

আজকের প্রতিবেদনে কলকাতা মেট্রো রেলওয়ের এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় তুলে ধরা হলো।

নিয়োগকারী সংস্থাকলকাতা মেট্রো রেলওয়ে
পদের নামনন গেজেটেড এবং গেজেটেড অফিসার
শূন্যপদ১৫ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৯/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালwww.kmrc.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

এখানে নন গেজেটেড এবং গেজেটেড অফিসারদের জন্য আলাদা আলাদা পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা শূন্যপদ রয়েছে। সেগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো-

১) নন-গেজেটেড কর্মচারীদের জন্য:

  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড SSE/P. Way)- ০২টি
  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড SSE/Works)- ০২টি
  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড JE/P. Way)- ০২টি
  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড JE/Works)- ০২টি

২) গেজেটেড অফিসারদের জন্য:

  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড SG/JAG অফিসার)- ০৩টি
  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড SS অফিসার)- ০২টি
  • কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং (রিটায়ার্ড JS অফিসার)- ০২টি

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত নন গেজেটেড কর্মচারী বা গেজেটেড অফিসার হতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ৬৫ বছরের কম হতে হবে।

বেতন কাঠামো 

এই পদগুলিতে চাকরিপ্রাপ্ত কর্মচারী এবং অফিসারদের কলকাতা মেট্রো রেলের নির্দিষ্ট নিয়ম অনুসারে মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। তবে এই পারিশ্রমিক রিটায়ারমেন্টের সময় প্রাপ্ত বেতন থেকে বেসিক পেনশন বাদ দিয়ে নির্ধারণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। নন গেজেটের কর্মচারীদের ক্ষেত্রে একটি কমিটি তাদের অভিজ্ঞতা যাচাই করবে। গেজেটেড অফিসারদের ক্ষেত্রে শেষ পাঁচ বছরের APAR (Annual Performance Appraisal Report) এর ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • আবেদন ফরম পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন ফরমটি [email protected] ইমেলে পাঠিয়ে দিন।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেগুলি হল-

  • PPO (Pension Payment Order),
  • পেনশন আইডেন্টিটি কার্ড,
  • শেষ বেতনের স্লিপ,
  • ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা (অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সহ),
  • PAN কার্ডের জেরক্স,
  • আধার কার্ডের জেরক্স,
  • শেষ ৫ বছরের APAR (Annual Performance Appraisal Report)।

আরও আপডেট: BECIL-এ ৯ ধরনের পদে লোক নেওয়া হচ্ছে, শুরুতেই বেতন ১৮,৯৯৩ টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২৫

আবেদনের শেষ তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি ১- Download Now

অফিশিয়াল বিজ্ঞপ্তি ২- Download Now

Leave a Comment