পলিসিবাজার (Policybazaar) ফ্রি ইন্টার্নশিপ ২০২৫, মাসিক ১৫,০০০ টাকা সিলেক্ট হলেই পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Policybazaar Internship Training 2025: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ইন্সুরেন্স প্লাটফর্ম Policybazaar সম্প্রতি মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে। এখানে ছয় মাস ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। 

এই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে গেলে কোনরকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে। এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাই যারা মানব সম্পদ বিভাগ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান, তারা আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- কারা আবেদন করতে পারবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় ইন্টার্নশিপ ট্রেনিং হবে, স্টাইপেন্ড ও সুবিধা ইত্যাদি খুঁটিনাটি তথ্য জানিয়ে দেওয়া হল।

Policybazaar সম্পর্কে তথ্য

Policybazaar হলে ভারতের বৃহত্তম অনলাইন ইন্সুরেন্স এবং আর্থিক পণ্য বিক্রির প্লাটফর্ম, যা গ্রাহকদের বীমা কেনার সেরা সিদ্ধান্ত প্রদান করে। InfoEdge (Naukri.com), Intel Capital, এবং Inventus Capital-এর মত শীর্ষ বিনিয়োগকারীরা এই সংস্থায় বিনিয়োগ করে থাকে। 

২০১৪ সালে Policybazaar “Best Financial Website of the Year” পুরস্কার জিতেছিল এবং বর্তমানে প্রতি মাসে ১০ লক্ষেরও বেশি গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। Policybazaar এর তরফ থেকেই এই ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।

কাদের জন্য এই ইন্টার্নশিপ?

এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • পূর্ণকালীন অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করার জন্য উপলব্ধ থাকতে হবে। 
  • ১০ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। 
  • ৬ মাসের জন্য ইন্টার্নশিপে যুক্ত থাকতে হবে। 
  • HR বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে। 

কাজের দায়িত্ব ও ভূমিকা

যারা মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপ ট্রেনিং এর জন্য নির্বাচিত হবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-

  • চাকরির বিজ্ঞাপন পোস্ট করা, আবেদনকারীর CV পর্যালোচনা করা এবং সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে।
  • নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের ওরিয়েন্টেশন পরিচালনা করতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা সরবরাহ করতে হবে।
  • HR ডেটাবেস আপডেট রাখতে হবে এবং কর্মীদের রেকর্ড সংরক্ষণ ও তথ্য হালনাগাদ করতে হবে।
  • কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এবং ইভেন্ট পরিচালনা করতে হবে।
  • সংস্থার বিভিন্ন কর্মচারীর নীতি এবং বিধি নিষেধ প্রস্তুত করতে হবে ও পর্যালোচনা করতে হবে।
  • স্টাফ এনগেজমেন্ট সার্ভে পরিচালনা করতে হবে এবং কর্মীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য মতামত দিতে হবে।
  • HR বিভাগের দৈনন্দিন কাজে সহায়তা করতে হবে।

ইন্টার্নশিপের সুবিধা

এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে প্রতি মাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে এই ইন্টার্নশিপ ট্রেনিং নিলে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাহায্য করবে।

ইন্টার্নশিপের মেয়াদ 

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ৬ মাসের জন্য অনুষ্ঠিত হবে। ৬ মাস সম্পূর্ণ অফিসে উপস্থিত থেকে এই ট্রেনিংটি নিতে হবে।

ইন্টার্নশিপের স্থান 

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের তিনটি বড় বড় শহরে অনুষ্ঠিত হবে। সেগুলি হল- আহমেদাবাদ, ইন্দোর এবং মুম্বাই। 

আরও আপডেট: কোলকাতা মেট্রো রেলে চাকরি, ৯ ফেব্রুয়ারির মধ্যে এইভাবে আবেদন করতে হবে- Metro Rail Recruitment 2025

আবেদন পদ্ধতি

এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • আমাদের প্রতিবেদনের নিচে এই ইন্টার্নশিপে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। সর্বপ্রথম সেই লিংকে ক্লিক করুন। 
  • এবার নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। 
  • এরপর সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। 

আবেদনের শেষ তারিখ

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ৯ই, ফেব্রুয়ারি ২০২৫। যারা আবেদন করবেন বলে মনে করছেন তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Policybazaar Internship Training 2025: Apply Now

Leave a Comment