কলকাতা মেট্রো রেলে চাকরি! মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন | Kolkata Metro Rail Recruitment

Kolkata Metro Rail Recruitment

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL), একটি কেন্দ্রীয় সরকারী সংস্থা, এখানে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রকল্পের জন্য ডেপুটেশনের ভিত্তিতে শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অফলাইনে। কোন পদে নিয়োগ হবে, শূন্যপদের সংখ্যা, দরকারি যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগ সম্পর্কে বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নং – KMRCL/GM/Admin/Vacancy-Notice- APO/Asstt.Manager/2023

নোটিশ প্রকাশের তারিখ – 04/5/2023

যে পদে নিয়োগ হবে

অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ASSTT. PERSONNEL OFFICER/ASSTT.MANAGER)

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতা

রেলওয়েতে 10 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 31/3/2023 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে। 

মাসিক বেতন

পে লেভেল 9 অনুসারে 53,100 – 1,67,800 টাকা অথবা লেভেল 10 অনুসারে 56,100 – 1,77,500 টাকা অবধি নির্বাচিত প্রার্থীকে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

3 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটি সাদা কাগজে নিজের বায়োডেটা এবং অভিজ্ঞতা সম্পর্কে লিখে, তার সাথে নিজের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জুড়ে দিতে হবে। একটি মুখবন্ধ খামে ভরে সেটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021. 

আবেদনের সময়সীমা

03/06/2023 অর্থাৎ ৩ জুন ২০২৩ তারিখের 18.30 hrs এর আগে এখানে প্রার্থীদের আবেদন পত্র পাঠিয়ে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇