রাজ্যের চাকরিপ্রার্থীদের সামনে এক বড় সুযোগ সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নতুন কর্ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। জানিয়ে রাখা ভালো এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচের প্রতিবেদনে আবেদনের জন্য যাবতীয় তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্যের বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
Kolkata Metro Rail Recruitment 2022
নোটিশ নম্বরঃ KMRCL/GM/Admin/Vacancy-Notice of AGM/Civil/Deputation/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 16.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (Additional General Manager)
বেতনঃ
এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে এ লেভেল 13 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
আবেদনকারী প্রার্থীর বয়স 01.06.2022 তারিখ অনুযায়ী 55 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণির প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
কোলকাতা মেট্রো রেলের এই চাকরির জন্য 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অফিসার হতে হবে যার মধ্যে 15 বছর ফিল্ড প্রোজেক্টের কাজ করতে হবে। এছাড়াও কনস্ট্রাকশন প্রজেক্ট, আরবিট্রেশন কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রো প্রজেক্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই চাকরির বিষয়ে আরো বিস্তারিত জেনে নিন। লিংকের উপর টাচ করলেই আপনার মোবাইলে অফিসিয়াল নোটিশটি ওপেন হয়ে যাবে।
আবেদন প্রক্রিয়াঃ
কোলকাতা মেট্রো রেলের এই চাকরিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীকে একটি বায়োডাটা বানাতে হবে। ঐ বায়োডাটায় আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি সমস্ত তথ্য দিতে হবে।
ঐ বায়োডাটাটির সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স যথাযথভাব যুক্ত করতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে এবং নিচের দেওয়া ঠিকানায় এটি পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়েসের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- অন্যান্য দরকারি নথিপত্র
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 16.08.2022 |
আবেদন শুরু | 16.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 উপভোক্তা দপ্তরে ১০০ মতো শূন্যপদে নিয়োগ