কলকাতা মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Kolkata Metro Rail Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল), ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি পাবলিক সেক্টর। এখানে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগটি সম্পূর্ণ রূপে চুক্তিভিত্তিক। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- KMRCL/GM/Admin/V-Notice/Finance/2024

নোটিশ প্রকাশের তারিখ- 27/02/2024

যে পদে নিয়োগ করা হবে

অ্যাকাউন্টেন্ট

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারী অ্যাকাউন্টেন্ট হতে হবে।

বয়সসীমা

01/01/2024 তারিখের হিসেবে সর্বোচ্চ 64 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

সর্বশেষ বেতনের উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে।

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

মনোনীত প্রার্থীকে কলকাতা অফিসে নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য একটি A4 পেপারে আবেদনপত্রটি টাইপ করে নিতে হবে। তা যথাযথ ভাবে ফিলাপ করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে সংযুক্ত করতে হবে নীচের নথিগুলি।

আবেদন পাঠাবার ঠিকানা

General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021

প্রয়োজনীয় নথি

ক) সার্ভিস সার্টিফিকেট/পিপিও কপি।

খ) অবসরপ্রাপ্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিভি (কারিকুলাম ভিটা) এর ফটোকপি।

গ) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

ঘ) মোবাইল নম্বর।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন হল 10/04/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি! নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১৩৭৭ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি স্কুলে নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ১৮ হাজার ৭৮০ টাকা মাসিক বেতন

👉 NCB তে SCD পদে নিয়োগের বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

👉 DA নিয়ে মামলার রায় দিল আদালত, সরকারি কর্মীদের স্বস্তি মিলল

Previous articleONGC তে জুনিয়র কনসালটেন্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
Next articleএবার SSC পরীক্ষাতে MCQ সহ ৩০০ নম্বরের সাবজেক্ট পরীক্ষা? আসতে চলেছে বড়ো বদল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here