MES Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীতে ৪১,৮২২টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

MES Group C Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (MES)-এর তরফ থেকে ২০২৪ সালের জন্য গ্রুপ সি পদে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার তারা মোট ৪১,৮২২টি শূন্যপদে নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

ভারতীয় সেনাবাহিনীতে কর্মসংস্থানের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থামিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (MES)
পদের নামগ্রুপ সি
শূন্যপদ৪১,৮২২ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ স্নাতক
মাসিক বেতন৫০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা
আবেদন শুরুনভেম্বর, ২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিশিয়াল পোর্টালmes.gov.in

MES Group C Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- এখানে গ্রুপ সি পদের মধ্যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। যেমন- মেট (Mate), মাল্টি টাস্কিং স্টাফ (MTS), স্টোর কিপার, ড্রাফ্টসম্যান, আর্কিটেক্ট ক্যাডার, ব্যারাক ও স্টোর অফিসার ও ব্যারাক ও স্টোর সুপারভাইজার। 

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ৪১,৮২২টি। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হলো- 

পদের নামশূন্যপদ
মেট (Mate)২৭,৯২০ টি
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)১১,৩১৬ টি
স্টোর কিপার১,০২৬ টি
ড্রাফ্টসম্যান৯৪৪ টি
আর্কিটেক্ট ক্যাডার৪৪ টি
ব্যারাক ও স্টোর অফিসার১২০ টি
ব্যারাক ও স্টোর সুপারভাইজার৫৩৪ টি

MES Group C Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা 

এখানে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা চাওয়া হয়েছে। নিচে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হল- 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • সাধারণ পদ (মেট এবং মাল্টি টাস্কিং স্টাফ)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  • স্কিলড পদ (স্টোরকিপার, সুপারভাইজার)- এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে  দ্বাদশ শ্রেণী বা সমতুল্য যোগ্যতা অর্জন করে থাকতে হবে।
  • বিশেষ বা কারিগরি পদ (ড্রাফ্টসম্যান, আর্কিটেক্ট)- এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

MES Group C Recruitment 2024: বয়স সীমা 

এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরীপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ক্যাটাগরিবয়সের ছাড়
OBC৩ বছর
SC/ST৫ বছর
PwBD১০ বছর

MES Group C Recruitment 2024: বেতন কাঠামো 

MES গ্রুপ সি পদে কর্মীদের জন্য মাসিক বেতন রয়েছে ৫০,০০০/- টাকা থেকে ১,৫০,০০০/- টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে, যা পদ এবং দায়িত্বের উপর নির্ভর করবে। 

MES Group C Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া 

MES নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। সেই ধাপগুলি হল-

  • ডকুমেন্ট যাচাই- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে কাগজপত্র যাচাই করা হবে।
  • লিখিত পরীক্ষা- এরপর প্রার্থীদের পদের উপর নির্ভর করে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন নিচে দেওয়া রয়েছে।
  • মেডিকেল পরীক্ষা- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের একটি মেডিকেল পরীক্ষা দিতে হবে। এখানে প্রার্থীদের স্বাস্থ্য ও শারীরিক অবস্থার মান যাচাই করা হবে।
  • ইন্টারভিউ- যে সমস্ত প্রার্থীরা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা ইন্টারভিউতে অংশ নেবে। এই ইন্টারভিউ-এর মাধ্যমেই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 

MES Group C Recruitment 2024: সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 

MES গ্রুপ সি পদে নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হল- 

বিষয়নম্বর
সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি২৫
সাধারণ সচেতনতা ও সাধারণ ইংরেজি২৫
সংখ্যাগত দক্ষতা২৫
বিশেষ বিষয়৫০

MES Group C Recruitment 2024: আবেদন প্রক্রিয়া 

MES গ্রুপ সি পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীর ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সংশ্লিষ্ট আবেদন ফরমটি পূরণ করতে হবে। আবেদন ফরমে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ডকুমেন্ট আপলোড করা হলে নির্ধারিত আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার আগে একবার যাচাই করে সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

MES Group C Recruitment 2024: প্রয়োজনীয় ডকুমেন্ট 

আবেদন করতে গেলে যেসমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল- 

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
  • নিজের সিগনেচার,
  • পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি,
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) এবং
  • অভিজ্ঞতার সার্টিফিকেট।

আরও আপডেটঃ Suzlon Energy Internship: বিদ্যুৎ কোম্পানিতে ইন্টার্নশিপ, মাসে ১০,০০০ টাকা চাকরির মতোই পাবেন (Apply Now)

MES Group C Recruitment 2024: আবেদন ফি 

এখানে আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন ফি প্রদান করা লাগবে না।

MES Group C Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ 

সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ- জুলাই, ২০২৩

অনলাইন আবেদন শুরু- নভেম্বর, ২০২৪

অনলাইন আবেদন শেষের তারিখ- পরে জানানো হবে

MES Group C Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল নোটিশ- Download Now

Leave a Comment