NLC সংস্থায় ২১০টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, মাসিক বেতন ১৫,০২৮/- টাকা, সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NLC Apprentice Recruitment 2024: ভারতের গ্যাজুয়েট এবং টেকনিক্যাল শিক্ষানবিশ প্রার্থীদের জন্য Neyveli Lignite Corporation India Limited (NLC) একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি বছরের জন্য ট্রেড, গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ২১০ টি শূন্যপদে নিয়োগের কথা উল্লেখিত আছে এই বিজ্ঞপ্তিতে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাNeyveli Lignite Corporation India Limited (NLC)
পদের নামশিক্ষানবিশ
শূন্যপদ২১০ টি
শিক্ষাগত যোগ্যতাITI/ গ্রাজুয়েশন
মাসিক বেতন১৫,০২৮/- টাকা
আবেদন শেষ০৬/১১/২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন

NLC Apprentice Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- NLC বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে নিয়োগের কথা ঘোষণা করেছে। সেই পদগুলি হলো-  

  • গ্র্যাজুয়েট শিক্ষানবিশ,
  • ট্রেড শিক্ষানবিশ এবং
  • টেকনিশিয়ান শিক্ষানবিশ

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ২১০টি। প্রত্যেকটি ট্রেডের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হলো- 

ট্রেডশূন্যপদ
গ্র্যাজুয়েট শিক্ষানবিশ১৮১ টি
টেকনিশিয়ান শিক্ষানবিশ২৯ টি

NLC Apprentice Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা 

NLC শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-

  • গ্র্যাজুয়েট শিক্ষানবিশ- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের B.Com বা B.Sc ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • ট্রেড শিক্ষানবিশ- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের ITI সার্টিফিকেট থাকতে হবে।
  • টেকনিশিয়ান শিক্ষানবিশ- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের B.Pharm বা ডিপ্লোমা বা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলী 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে। 
  • প্রার্থীরা NLC বা অন্য কোন প্রতিষ্ঠানে পূর্বে অ্যাপ্রেন্টিস ট্রেনিং গ্রহণ করে থাকলে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে না।
  • প্রার্থীর এক বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে না।

NLC Apprentice Recruitment 2024: বয়স সীমা 

NLC  নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ১৪ বছর। Apprenticeship Act  অনুযায়ী বয়সের সীমাবদ্ধতা অনুসরণ করা হবে।

NLC Apprentice Recruitment 2024: বেতন কাঠামো

এখানে আলাদা আলাদা ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন বেতন রয়েছে। সেগুলি আলোচনা করা হল-

  • গ্র্যাজুয়েট শিক্ষানবিশ: ১৫,০২৮/- টাকা প্রতি মাসে
  • টেকনিশিয়ান শিক্ষানবিশ: ১২,৫২৪/- টাকা প্রতি মাসে

NLC Apprentice Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। শুধুমাত্র মেধা তালিকাডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের একাডেমিক নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং নির্দিষ্ট তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

NLC Apprentice Recruitment 2024: আবেদন প্রক্রিয়া 

NLC  শিক্ষানবিশ পদে আবেদন করতে গেলে প্রার্থীদের নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • সর্বপ্রথম NLC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Career” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর “Trainees & Apprentices” নির্বাচন করে “Apply Online (Graduate & Technician apprenticeship)” লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর যে আবেদন ফরমটি আসবে সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সম্পন্ন করতে হবে। 
  • এরপর আবেদন ফরমের প্রিন্ট আউট বের করে নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা

The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli – 607 803

NLC Apprentice Recruitment 2024: গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 

আবেদন ফরমের সঙ্গে যে যে ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি হল-

  • স্বাক্ষরিত আবেদন ফরমের প্রিন্ট আউট,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট,
  • স্থানান্তর সার্টিফিকেট, 
  • কাস্ট সার্টিফিকেট, 
  • সর্বশেষ ডিগ্রী বা ডিপ্লোমা সার্টিফিকেট, 
  • আধার কার্ড, 
  • প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট

আরও আপডেটঃ MES Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীতে ৪১,৮২২টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ

NLC Apprentice Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ 

অনলাইনে আবেদন শুরুর তারিখ-  ২৪ অক্টোবর, ২০২৪ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ- ৬ নভেম্বর, ২০২৪ বিকাল ৫টা

হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ- ১৩ নভেম্বর, ২০২৪ বিকাল ৫টা

মেধা তালিকা প্রকাশ- ২১ নভেম্বর, ২০২৪

NLC Apprentice Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল নোটিশ- Download Now

Leave a Comment