MamaEarth Internship 2024: মামা আর্থ কোম্পানির তরফ থেকে ২০২৪ সালের জন্য ‘ডিমান্ড প্ল্যানিং ইন্টার্ন’ পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে। এখানে তারা প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং প্রতিমাসে স্টাইপেন্ড বাবদ ২০ হাজার টাকা করে প্রদান করবে।
তাই যারা ‘ডিমান্ড প্ল্যানিং ইন্টার্ন’ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় এই ট্রেনিংটি হবে, কতদিনের জন্য হবে ট্রেনিংটি এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলি।
মামা আর্থ সম্পর্কে তথ্য
মামা আর্থ একটি প্যারেন্টিং ব্র্যান্ড, যেটি প্রতিষ্ঠিত করেছে বরুণ ও গজল আলাঘ। ২০১৬ সালে এই ব্র্যান্ডটি শুরু হয় এবং এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য উচ্চ মানের বৈশ্বিক মানদণ্ড দ্বারা তৈরি হয় যা ক্লিনিক্যাল ডার্মাটোলজি পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
এই পণ্যগুলির প্রাকৃতিক উপাদান যেমন ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট, শিয়া বাটার, এবং জোজোবা অয়েলের মত উপাদান সমৃদ্ধ। এই মামা আর্থ ব্র্যান্ডের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কাদের জন্য এই ইন্টার্নশিপ?
এই ইন্টার্নশিপে আবেদন করতে হলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেই যোগ্যতাগুলি হল-
- ফুল টাইম ইন অফিস কাজ করতে ইচ্ছুক থাকতে হবে,
- ৪ই অক্টোবর, ২০২৪ থেকে ৮ই নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে,
- ৬ মাস প্রার্থীদের নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে,
- গুরগাঁও বা তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হতে হবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
দায়িত্ব এবং কর্তব্য
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- বিভিন্ন ব্র্যান্ড এবং চ্যানেলের জন্য পূর্বাভাস প্রক্রিয়ায় সমর্থন করতে হবে,
- অতীতের বিক্রয় প্রবণতা বিশ্লেষণ করতে হবে এবং মডেল তৈরি করতে হবে,
- ক্রাশ ফাংশনাল গবেষণার কার্যক্রম সমন্বয় করতে হবে,
- পূর্বাভাস মডেলের সমন্বয় সাধন করতে হবে,
- পূর্বাভাসের সঠিকতা পর্যবেক্ষণ করতে হবে।
ট্রেনিংয়ের স্থান
যারা বিনামূল্যে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে হবে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ৬ মাসের জন্য। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
যারা ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদেরকে প্রতি মাসে ২০০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে। এছাড়া ইন্টার্নশিপ শেষে প্রতিটি প্রার্থীকে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও আপডেটঃ NLC সংস্থায় ২১০টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, মাসিক বেতন ১৫,০২৮/- টাকা, সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করুন
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেখানে ভিজিট করে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ
এই ইন্টার্নশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ৭ই নভেম্বর, ২০২৪। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
MamaEarth Internship 2024: Apply Now