রাজ্যের স্কুল শিক্ষক ও গ্রুপ-ডি সহ বিভিন্ন কর্মীদের নতুন বেতন কাঠামো

New pay structure of various employees including school teachers and Group-D in the state
WhatsApp Group Join Now

এখন নতুন করে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু জানেন কী, যোগদানের ঠিক পরেই কত টাকা করে বেতন পাবেন নতুন শিক্ষক শিক্ষিকারা? উচ্চ প্রাথমিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বর্তমানে কত বেতন পান, জানা আছে?

পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষক, গ্রন্থাগারিক এবং অশিক্ষক কর্মীদের বেতন কাঠামো নিয়েই আজকের প্রতিবেদন। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। এই পে কমিশন অনুসারে রাজ্যের সরকারি শিক্ষকদের সাথে সাথে প্রাথমিক শিক্ষকদের নতুন মূল বেতন, HRA, DA, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য ভাতা নিয়ে মোট কত টাকা হাতে পেয়ে থাকেন, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

1. গ্রুপ ডি স্টাফ

বিভিন্ন অফিসে গ্রুপ ডি নিয়োগ করে থাকে সরকার। স্থায়ী সরকারি গ্রুপ ডি কর্মীদের বেতন কাঠামো কেমন, তা জেনে নিন।
• নতুন বেসিক: 17,700 টাকা।
• HRA: 2,040 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 1770 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 22,010 টাকা

2. লাইব্রেরিয়ান (স্কুল)

একজন সরকারি স্কুলের লাইব্রেরিয়ানের শুরুতেই কত বেতন হাতে পান, নিশ্চয় জানেন না? চলুন দেখে নেওয়া যাক।
• বেতন স্কেল: 11
• নতুন মূল বেতন: 32,100 টাকা
• HRA: 3852 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 3210 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 39,662 টাকা

3. ক্লার্ক

ক্লার্ক গ্রুপ সি লেভেলের একটি পোস্ট। সরকারি ক্লার্করা কেমন বেতন পান, দেখে নিন।
• নতুন মূল বেতন: 22,700 টাকা
• এইচআরএ: 2,724 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 2270 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 28,194 টাকা

4. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো নিম্নরূপ :
• নতুন বেসিক: 28,900 টাকা
• HRA: 3468 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 2890 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 35,758 টাকা

5. উচ্চ প্রাথমিক শিক্ষক (ষষ্ঠ – অষ্টম শ্রেণী)

• বেতন স্তর: 11
• নতুন মূল বেতন: 33,400 টাকা
• HRA: 4008 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 3340 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 41,248 টাকা

6. স্নাতক শিক্ষক (IX-X ক্লাস)

IX-X ক্লাসের শিক্ষকরা নিম্ন রূপ বেতন পেয়ে থাকেন :
• বেতন স্তর: 11
• নতুন মূল বেতন: 33,400 টাকা
• HRA: 4008 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 3340 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 41,248 টাকা

WhatsApp Group Join Now

7. স্নাতকোত্তর শিক্ষক (XI-XII শ্রেণী)

XI-XII শ্রেণীর যেসব শিক্ষকদের স্নাতকোত্তর ডিগ্রী রয়েছে, তাদের বেতন হল:
• বেতন স্তর: 15
• নতুন মূল বেতন: 42,600 টাকা
• HRA: 5,112 টাকা (বেসিকের 12%)
• চিকিৎসা: 500 টাকা
• DA: 4260 টাকা (এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কর্মীদের 10% DA দেওয়ার কথা ঘোষণা করছে।)
• অতএব, বেসিক + এইচআরএ + মেডিকেল মিলিয়ে পাওয়া মোট মাসিক বেতনের পরিমাণ: 52,472 টাকা

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ৩২ টি গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ১৯ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 Rail Recruitment: এবার থেকে বার্ষিক ক্যালেন্ডার মেনেই রেলে নিয়োগ

👉 পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার পদে চাকরি, মাসিক বেতন ৩৫ হাজার ৮০০ টাকা

👉 ২২২৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট, জানালেন পর্ষদ সভাপতি

👉 WBPSC Food SI Admit Card: কবে পাবে ফুড SI এর অ্যাডমিট কার্ড? জানুন বিস্তারিত আপডেট

Previous article৩২ টি গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ১৯ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে
Next articleরাজ্যের স্কুলে লাইব্রেরীয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here