WBPSC Food SI Admit Card: কবে পাবে ফুড SI এর অ্যাডমিট কার্ড? জানুন বিস্তারিত আপডেট

When will you get the admit card of Food SI
WhatsApp Group Join Now

ফুড সাব-ইন্সপেক্টর পদটি রাজ্য সরকারের খাদ্য দফতরের অন্তর্ভুক্ত একটি গ্রুপ সি লেভেলের পদ। একটি নিয়োগের লিখিত পরীক্ষায় মোট 100 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। পরীক্ষার সময়সীমা হবে 2 ঘণ্টা। এই পরীক্ষাটি একটি অনলাইন বেসড পরীক্ষা। মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এখানে।

এই বছরে মোট 480 টি শূন্যপদ রয়েছে ফুড এস আই পদে। তবে আবেদনের সংখ্যা ছাড়িয়ে ছেল তেরো লক্ষের গন্ডি। মোট আবেদন জমা পড়েছে 13 লক্ষ 36 হাজার। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণেই মূলত 16 এবং 17 মার্চ, এই দুই দিনে পরীক্ষা নেওয়া নেওয়া হবে বলে জানানো হয়েছে নোটিশে। রাজ্যের স্কুলগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ফুড এস আই পদের জন্য আবেদন করতে সক্ষম হয়েছিলেন রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা।

পরীক্ষা কবে?

পিএসসির তরফে জানানো হয়েছে দুই দিনে এই পরীক্ষা নেওয়া হবে।

16.03.2024, শনিবার এবং 17.03.2024, রবিবার।

পরীক্ষার সময়?

প্রতি দিনে মোট তিনটি করে পরীক্ষার স্লট থাকবে। অর্থাৎ পুরো পরীক্ষাটি সম্পন্ন করা হবে মোট ছয়টি স্লটে।

1. 09:30 am to 11:00 am

2. 12:30 Pm to 2:00 Pm

3. 3:30 Pm to 5:00 Pm

অ্যাডমিট কবে মিলবে?

পিএসসির পরীক্ষা গুলিতে সাধারণত 7 থেকে 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। এই হিসেব অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে।

কীভাবে অ্যাডমিট কার্ড পাবেন?

WhatsApp Group Join Now

প্রথমেই প্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

এরপর, ডানদিকে লেখা Candidates Corner বক্সের তিন নম্বর অপশনে DOWNLOAD ADMIT-CARD (FOR WRITTEN/ SCREENING TEST) বলে একটি অপশন দেখা যাবে।

এই লেখার উপর ক্লিক করলে স্ক্রিনে সাম্প্রতিক পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করার লিংকগুলো দেখতে পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের এরপর সংশ্লিষ্ট পরীক্ষার নামের পাশের ডানদিকে CLICK HERE অপশনে ক্লিক করলে একটি নতুন পেজটি খুলে যাবে।

ওই নতুন পেজে প্রার্থীদের এনরোলমেন্ট নম্বর অথবা নিজের নাম এবং জন্মতারিখ দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন। এবার, স্ক্রিনের উপরের ডানদিকে থাকা ডাউনলোড আইকনটিতে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন পরীক্ষার্থীরা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 বীরভূম জেলা পরিষদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 লোকো পাইলট নিয়োগ চলছে, বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানুন

👉 IIT ইন্দোরে নন টিচিং পদে কর্মী নিয়োগ, ৪৪ হাজার ৯০০ টাকা মাসিক বেতন

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 WB New Recruitment: একগুচ্ছ নতুন চাকরির ঘোষনা করলেন মমতা, ধাপে ধাপে সব নিয়োগ হবে

Previous articleবীরভূম জেলা পরিষদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ
Next article২২২৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট, জানালেন পর্ষদ সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here