ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন শাখাতে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট (ALP) নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে প্রার্থীরা আবেদন করতে চান তারা অফিসিয়াল ওয়েবসাইট Indianrailways.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন এবং 19 ফেব্রুয়ারি, 2024 আবেদনপত্র পূরণের শেষ দিন। এই প্রতিবেদনে আমরা জেনে নেব অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের কাজটি ঠিক কী? কী যোগ্যতার প্রয়োজন? বেতনই বা কত?
অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পদে প্রার্থীদের নির্বাচনের পর, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ যখন শেষ হয়, তখন তাদের অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পদে নিয়োগ দেওয়া হয়। যেখানে ALP কর্মীদের প্রথমে পণ্য ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
অ্যাসিস্টেন্ট লোকো পাইলট একটি কেন্দ্রীয় সরকারি পদ। তাই এখানে বেতনের সাথে সাথে প্রার্থীদের ভাতাও দেওয়া হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সপ্তম বেতন কমিশনের নির্দেশিকা অনুসারে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট বেতন দিয়ে থাকে। পে লেভেল 2 অনুসারে এদের বেতন দেওয়া হয়। তাই শুরুতে এদের বেসিক বেতন হবে 19,900 টাকা এবং মাসিক ইন-হ্যান্ড বেতন 24000 থেকে 34,000 টাকা পর্যন্ত দেওয়া হবে।
তবে RRB ALP বেতন ছাড়াও, মহার্ঘভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, পেনশন এবং স্নাতক, ছুটি এবং ছুটি, বীমা কভারেজ সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। নিয়োগের পরে কোনো বিভ্রান্তি এড়াতে RRB ALP পরীক্ষায় অংশগ্রহণের পরিকল্পনাকারী প্রার্থীদের অবশ্যই বেতন সম্পর্কে সঠিক তথ্য থাকতে হবে। চলুন বিশদে দেখে নেওয়া যাক।
RRB ALP-এর বেতন কাঠামো
পে স্কেল – 19,900 টাকা
বেতন লেভেল- লেভেল 2
গ্রেড পে- 1900 টাকা
মহার্ঘ ভাতা (DA) – 10,700 টাকা থেকে 11,500 টাকা
বাড়ি ভাড়া ভাতা (HRA) – 950 টাকা থেকে 1020 টাকা
পরিবহন ভাতা – 820 টাকা থেকে 900 টাকা
নাইট ডিউটি ভাতা – 350 টাকা থেকে 390 টাকা
চলমান ভাতা – 6000 টাকা থেকে 6300 টাকা
মোট বেতন – 26,000 টাকা থেকে 35,000 টাকা
নেট ডিডাকশন – 1800 টাকা থেকে 1900 টাকা
নেট বেতন – 24,000 টাকা থেকে 34,000 টাকা।
সহকারী লোকো পাইলটের (ALP) কাজ সম্পর্কে
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে বেতন লেভেল-2-এর বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের মোট 5696 টি পদ পূরণ করা হবে। মোট চারটি ধাপ অর্থাৎ CBT 1, CBT 2, CBAT, DV, এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে এই নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
RRB-তে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট (ALP) পদের জন্য নিযুক্ত প্রার্থীদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ট্রেন চালানো, লোকোমোটিভের ছোটখাটো মেরামত করা, ট্রেনের সংকেত পরিদর্শন করা এবং ট্র্যাক সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা, সিনিয়র লোকো পাইলটদের দেওয়া সমস্ত নির্দেশ মেনে চলা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 WB New Recruitment: একগুচ্ছ নতুন চাকরির ঘোষনা করলেন মমতা, ধাপে ধাপে সব নিয়োগ হবে
👉 প্রাইমারির ১১ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ, নাম রয়েছে ৯৫৩৩ জনের (PDF Download)
👉 ২৮৬০ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ