IIT ইন্দোরে নন টিচিং পদে কর্মী নিয়োগ, ৪৪ হাজার ৯০০ টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মধ্যপ্রদেশে অবস্থিত IIT ইন্দোরে নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- IITI/Estt./NT posts-01/January 2024/

নোটিশ প্রকাশ- 25/01/2024

যে সব পদে নিয়োগ হবে

স্টাফ নার্স / Staff Nurse

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে GNM পাশ করা প্রার্থীরা 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অথবা, B.Sc নার্সিং এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন

পে লেভেল 7 অনুয়ায়ী এখানে মাসিক 44,900 – 1,42,400 টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের http://iiti.ac.in/recruitments/non-teaching-recruitment.অফিসিয়াল এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

জেনারেল পুরুষ প্রার্থীদের 500 টাকা, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 300 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের কোনো টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে না।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে 14/02/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 WB New Recruitment: একগুচ্ছ নতুন চাকরির ঘোষনা করলেন মমতা, ধাপে ধাপে সব নিয়োগ হবে

👉 প্রাইমারির ১১ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ, নাম রয়েছে ৯৫৩৩ জনের (PDF Download)

👉 ২৮৬০ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Leave a Comment