উত্তর পূর্ব রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে অনলাইনের মাধ্যমে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRC NER Recruitment 2024: উত্তর পূর্ব রেলওয়ে (RRC NER) গ্রুপ সি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে  সিনথেসাইজার/অর্গান প্লেয়ার এবং থিয়েটার আর্টিস্ট (মহিলা) পদের জন্য শূন্যপদ খালি রয়েছে। তাই যারা আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাRailway Recruitment Cell (RRC)
পদের নামসিনথেসাইজার/অর্গান প্লেয়ার এবং থিয়েটার আর্টিস্ট (মহিলা)
শূন্যপদ২ টি
মাসিক বেতনপে-লেভেল ২
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৩/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালindianrailways.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
সিনথেসাইজার/অর্গান প্লেয়ার১ টি
থিয়েটার আর্টিস্ট (মহিলা)১ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা জরুরী।

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে। 

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর (OBC- ১৩ বছর, SC/ST- ১৫ বছর)

বেতন কাঠামো 

এই পদগুলিতে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে সপ্তম পে কমিশনারের ভিত্তিতে পে-লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে ৫০টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে ট্যালেন্ট অ্যাসেসমেন্ট বা সাংস্কৃতিক পরীক্ষা নেওয়া হবে। এখানে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি 

এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি 

  • SC/ST/Ex-Servicemen/PwBD/মহিলা প্রার্থীরা- ২৫০ টাকা,
  • অন্য প্রার্থীরা- ৫০০ টাকা

আরও আপডেটঃ টাটা ইনস্টিটিউটে এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ৮৫,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ১৪ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ১৩ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment