টাটা ইনস্টিটিউটে এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ৮৫,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TISS Various Posts Recruitment 2024: টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের (TISS) তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Programme Executive, Accountant, Upper Division Clerk সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে। 

আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাটাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS)
পদের নামProgramme Executive, Accountant, Upper Division Clerk সহ বিভিন্ন পদ
শূন্যপদমোট ৩৩ টি
মাসিক বেতন২৫,০০০-৮৫,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৫/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালwww.tiss.edu

পদ এবং শূন্যপদের বিবরণ

এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে এবং সব মিলিয়ে মোট ৩৩ টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পদ এবং শূন্যপদ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

পদের নামশূন্যপদ
Programme Executive১ টি
Programme Coordinator (PC)১ টি
Accountant১ টি
Upper Division Clerks (UDC)২ টি
Program Assistants cum Field Officers২ টি
Field Investigators২৫ টি
Office Assistant১ টি

শিক্ষাগত যোগ্যতা 

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

Programme Executive: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে হেলথ সায়েন্স, পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Programme Coordinators: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর মাস্টার্স ডিগ্রি এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Accountant: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর কমার্স ও অ্যাকাউন্টেন্সি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি এবং প্রকল্প অর্থ ব্যবস্থাপনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Upper Division Clerk (UDC): এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং অফিস ব্যবস্থাপনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Program Assistants cum Field Officers এবং Field Investigators: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ফিল্ড ও প্রকল্প ব্যবস্থাপনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Office Assistant: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং অফিস ব্যবস্থাপনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন

এখানে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

পদের নামমাসিক বেতন
Programme Executive৮৫,০০০/- টাকা
Programme Coordinator (PC)৬৫,০০০/- টাকা
Accountant৪৫,০০০/- টাকা
Upper Division Clerks (UDC)৩৫,০০০/- টাকা
Program Assistants cum Field Officers৩৫,০০০/- টাকা
Field Investigators২৫,০০০/- টাকা
Office Assistant২৫,০০০/- টাকা

বয়স সীমা 

বয়স সীমা সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে প্রতিবেদনের নিচ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মুম্বাই অথবা দেরাদুনে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইমেইল বা মোবাইলের মাধ্যমে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। 

আবেদন পদ্ধতি 

এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আমাদের প্রতিবেদনের নিচে একটি গুগল ফর্মের লিংক দেওয়া আছে। সেই গুগল ফর্মের লিংকে ক্লিক করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আরও আপডেটঃ NatWest Group-এ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ, আবেদন করলেই মাসে ৪৫০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ- ৮ই নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ১৫ই ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল নোটিশ- Download Now

Leave a Comment