উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে 3 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি ভিত্তিক হবে। এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরির শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1840 DM/SW/UD/Recruitment/2023
নোটিশ প্রকাশের তারিখ- 29/12/2023
যে পদে নিয়োগ করা হবে
1. সোশ্যাল ওয়ার্কার / Social Worker (female)
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সাইকোলজিতে গ্র্যাজুয়েশন সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 18,536 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর / Assistant cum Data Entry Operator for District Child Protection Unit
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে।
বয়সসীমা- 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 13,240 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. আউট রিচ ওয়ার্কার / Outreach Worker
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে। ভালো কমিউনিকেশন স্কিল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 10,592 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষার্থী দের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.dcpuud.inওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 22/01/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ
👉 অয়েল ইন্ডিয়াতে সিনিয়র অফিসার পদে নিয়োগ, ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে
👉 রাজ্যের পৌরসভা অফিসে HHW পদে চাকরি, শিক্ষগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 রাজ্যে ৯৮৪ শূন্যপদে ফেসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডেন পদে পরীক্ষার আপডেট