দক্ষিণ-পূর্ব রেলে ১,৭৮৫ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

South Eastern Railway Apprentice Recruitment 2024: দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway)-এর তরফ থেকে সম্প্রতি ১,৭৮৫ টি শূন্যপদে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাদক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway)
পদের নামঅ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice)
শূন্যপদ১,৭৮৫ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৭/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালwww.rrcser.co.in

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম- অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice)

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১,৭৮৫ টি। তবে বিভিন্ন ট্রেডে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল- 

ট্রেডের নামশূন্যপদ সংখ্যা
ফিটার (Fitter)৩৬০ টি
ইলেকট্রিশিয়ান (Electrician)৩৯০ টি
মেকানিক (ডিজেল)১২৫ টি
ওয়েল্ডার (G&E)৩১০ টি
মেশিনিস্ট৭৫ টি
টার্নার২৭ টি
পেইন্টার৫০ টি
কাঠমিস্ত্রি (Carpenter)৩০ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT থেকে প্রাপ্ত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বনিম্ন বয়স লাগবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে ২৪ বছর। তবে বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছরের ছাড়
  • OBC- ৩ বছরের ছাড়
  • PWD- ১০ বছরের ছাড়

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে সরাসরি মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে নিয়োগের জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

আবেদন পদ্ধতি 

এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা দক্ষিণ পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন ফরম পূরণের সময় স্ক্যান করা ছবি এবং নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। সফলভাবে ফর্ম জমা দেবার পর প্রিন্ট আউটটি সংরক্ষণ করে রাখতে হবে, যা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে।

আবেদন ফি

  • সাধারণ/OBC প্রার্থীদের জন্য- ₹১০০/-
  • SC/ST/PWD/মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেই।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  • ITI সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • পরিচয়পত্র (আধার/প্যান/ভোটার কার্ড)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আরও আপডেটঃ CIRL Internship 2024: সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১৫,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ২৮ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ- ২৭ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন করুন- Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment