CIRL Internship Training 2024: সেন্ট্রিকো ইন্স্যুরেন্স রিপোজিটরি লিমিটেড (CIRL) প্রকল্প ব্যবস্থাপনা ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে।
এখানে তারা আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা ভবিষ্যতে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।
CIRL সংস্থা সম্পর্কে তথ্য
সেন্ট্রিকো ইন্স্যুরেন্স রিপোজিটরি লিমিটেড (CIRL) হল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড (CDSL) দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। CDSL কোম্পানিরপেইড-আপ ইকুইটি মূলধনের ৫১% শেয়ার ক্রয় করে এই সংস্থাটি সাফল্যের দিকে এগিয়ে গেছে।
CIRL সংস্থাটির মূল লক্ষ্য হল বীমা গ্রাহকদের ইলেকট্রনিক্স ফর্মে বিমা নীতিগুলি সংরক্ষণ করতে সক্ষম করা এবং ইন্সুরেন্স প্রদান করা। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেই যোগ্যতাগুলি হল-
- পূর্ণকালীন ইন অফিস ইন্টার্নশিপ করতে উপলব্ধ হতে হবে,
- ২৯ অক্টোবর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে,
- ৬ মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে,
- মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান তারাও আবেদন করতে পারবেন।
ইন্টার্নদের দায়িত্ব সমূহ
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- ক্রস-ফাংশনাল টিমের সঙ্গে কাজ করে প্রোজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে,
- প্রোজেক্টের কাজের সময়সূচী ও পরিকল্পনা তৈরি করতে হবে,
- প্রোজেক্ট ট্র্যাকিং-এর জন্য প্রয়োজনীয় টুলস ও প্রক্রিয়া তৈরি করতে হবে,
- নিয়মিত প্রোজেক্ট স্ট্যাটাস মিটিং আয়োজন এবং সংশ্লিষ্ট আপডেট প্রদান করতে হবে,
- প্রোজেক্ট সম্পর্কিত ঝুঁকি ও সমস্যার শনাক্ত এবং সমাধান করতে হবে,
- ডিজিটাল মার্কেটিং উদ্যোগ তৈরিতে সহযোগিতা করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে হবে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মেয়াদ হবে ৬ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও আপডেটঃ ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫,০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২৪। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
CIRL Internship Training 2024: Apply Now