রাজ্যে মিশন বাৎসল্য প্রকল্পে নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

state Mission Vastsalya scheme Recruitment 2024
WhatsApp Group Join Now

দার্জিলিং জেলাতে কেন্দ্রীয় সরকারের মিশন বাৎসল্য প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রয়েছে মোট নয়টি শূন্যপদ। আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদের মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লস, দার্জিলিংয়ে পোস্টিং দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 89/SW/DJ24

নোটিশ প্রকাশের তারিখ- 10.01.2024

যে পদে নিয়োগ করা হবে

1. কাউন্সেলর /Counsellor

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Social work/ Sociology / Psychology নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 23,170 টাকা করে বেতন দেওয়া হবে।

2. অফিসার ইন চার্জ / Officer in charge at Children Home

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 27 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 33100 টাকা বেতন হিসেবে পাবেন।

3. চাইল্ড ওয়েলফেয়ার অফিসার / Child Welfare Officer

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 23,170 টাকা বেতন হিসেবে পাবেন।

4. হাউস মাদার / House Mother

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানেও কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।

5. প্যারামেডিক্যাল স্টাফ / Paramedical Staff

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং Nursing / Pharmacy তে ডিপ্লোমা থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।

6. কুক / Cook

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মহিলা হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের। এছাড়াও হেল্পার, হাউস কিপার এবং স্টোর কিপার পদ রয়েছে এখানে।

নিয়োগ পদ্ধতি

এখানে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.darjeeling.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

05/02/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ, ২৩ হাজার ১৭০ টাকা মাসিক বেতন

👉 মিউনিসিপ্যালিটিতে HHW পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 অ্যাকাউন্টেন্ট ও ক্যাশিয়ার পদে চাকরির বিজ্ঞপ্তি, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ, ১৫ হাজার টাকা মাসিক বেতন

👉 রাজ্যে ৭২১৬ শূন্যপদে পঞ্চায়েতে গ্রুপ-ডি নিয়োগ, জানুন বিস্তারিত আপডেট

Previous articleভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next articleপশ্চিমবঙ্গ পুলিশে ১২,০০০ নতুন নিয়োগ! দুটির বদলে একটি হবে পরীক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here